You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬০ by abb-fun

in আমার বাংলা ব্লগ10 months ago

তোমার চোখের মাঝে হারিয়ে যেতে চাই
দেখতে চাই রঙিন দুনিয়ার খেলা।
তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করতে চাই
বুঝতে চাই ছলনার বেড়াজালের বিস্তৃতি।

আমি চেয়েছিলাম সহজ জীবন
কেন ঠেলে দিলে কুটিলতার খাদে?
আমি তো বাঁচতে চেয়েছিলাম
কেন হলাম আজ জীবন্ত লাশ?

আমি দেখেছি সাদা রঙের বাহারি সৌন্দর্য
ভেতরটা ছিল তোমার খুবই কালো,
খুঁজতে চেয়েছি সুখের নিরালায়
তুমি দিলে দুঃখের কিনারা।

সব কিছু উজাড় করে দিলাম তোমার পদতলে
বিসর্জন করে দিলে আমায় খাদে ফেলে।
এই ছিল বুঝি তোমার ছলনা
কীভাবে বাঁচিবো আমি তোমাকে ছাড়া?

Sort:  
 10 months ago 

এটা বেশ সামঞ্জস্য।