You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৭

ধ্রুবতারার দিকে তাকিয়ে
অক্ষরের মালা সাজিয়েছি রাজামশাই
তুমিই তো অবাধ্য সুখ যার জন্য
রানী হবার আগে অপরাজিতায় মুখ ডোবাই
উফ,
পাহাড় জুড়ে আজও বর্ষারাণী
নারকেলি ফুল এসে ভরিয়ে তুললে পা
তোমার জন্য প্রেম সাজাই
কোমরে জাগে জোনাকপোকার কড়িবরগা।

Sort:  
 2 years ago 

ঠিক যেন নীল জলের ঢেউয়ের চূড়ায় থাকা একরাশ ফেনা।
ছুঁয়ে দিলেই হারিয়ে যাবে। থেকে কোমল স্পর্শের অনুভূতি।

  • এমন লাগলো পড়ে। দারুণ লিখেছেন।
 2 years ago (edited)

ঠিক যেন নীল জলের ঢেউয়ের চূড়ায় থাকা একরাশ ফেনা।
ছুঁয়ে দিলেই হারিয়ে যাবে। থেকে যাবে কোমল স্পর্শের অনুভূতি।

  • এমন লাগলো পড়ে। দারুণ লিখেছেন।