You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩০
সম্ভবনায় জল দাও, আলো দাও
সূর্য এসে পড়বে লুটিয়ে
সমৃদ্ধির গগনে উড়বে পাখি, জ্বলবে তারা
ভুবন হাসবে ঝলমলিয়ে।
পুসের রাজ্যে আজ তাই লিখেছি
রাজসভার সামান্য কিছু কল্প-চিত্র
এগারো রত্ন বইছে মহারাজের আদেশ
হাতে হাত মিলিয়ে হয়েছে সবাই মিত্র।
তাই তো বলি পুসই দ্বিতীয় সূর্য পুসই হল চন্দ্র
ভুলবে না যারা তারাই প্রহরীর আসল অতন্দ্র ।