You are viewing a single comment's thread from:
RE: ☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে কয়েকটি গোলাপ ꧂
যেকোনো ধরনের শিল্প সৃষ্টি মানেই নতুন জীবন দান। এভাবে আমরা কবিতা লেখার সময় মনে হয় যেন সন্তান প্রসব করছি তেমনি বানানো বা যে কোন শিল্প সৃষ্টির অনুভূতি ও সেই জায়গায় নিয়ে যায় আমাদের। গোলাপ বানানোর যে রংগুলো ব্যবহার করেছ প্রতিটাই খুব সুন্দর। মানুষ সাধারণত লাল নীল হলুদ সবুজ মানে ডার্ক শেড ব্যবহার করে এই জায়গায় তুমি অন্যরকম কালার কম্বিনেশন ব্যবহার করেছো। চারটি গোলাপি খুব সুন্দর হয়েছে।
সৃজনশীলতার মাঝে অন্যরকম এক তৃপ্তি কাজ করে। আর সেটা হল আত্মতৃপ্তি। সেটা কবিতা গল্প উপন্যাস কিংবা যেকোনো ধরনের সৃষ্টিশীল কাজ।
গোলাপ গুলোর ভেতরে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এভাবেই পাশে থেকো সবসময়। শুভকামনা💞