You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং পোস্ট || নেশাগ্রস্ত মানুষ হিতাহিতজ্ঞানশূন্য পশুতে পরিণত হয়ে যায়

রশিদ যদি মাদকাসক্ত না হয় তবে এমন কেন করছে তা ভাববার প্রয়োজন আছে। সে যে কাজটা করেছে তা যদি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তার অপরাধ এড়িয়ে যাওয়া হয় তবে আপনাদের আশঙ্কাই সত্য হবে সে আরও অনেক ঘৃণ্য কাজ করবে৷

কি বলি দাদা৷ আমার রিসার্ভেশন টিকিট একটা এজেন্ট কাটে। আমি সকলের মুখেই শুনেছি সে মদ্যপ বলে৷ এবার টিকিটে সে ফিমেলের জায়গায় মেল লিখে দিয়েছে। এখন ট্রেনে উঠে এক বিপত্তি। উফফ৷

এদের সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচতে কিসের অসুবিধা হয় বুঝি না৷

Sort:  
 last year 

আসলে এসব মানুষ কারো ক্ষতি করতে দ্বিতীয়বার ভাবে না। যাইহোক পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।