You are viewing a single comment's thread from:

RE: সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ

মানুষ তো খুবই স্বার্থপর। বিপদে পড়ে যখন কোন কিছুই সহায় না হয় তখন সেই ঈশ্বরের কাছেই হাত ধুয়ে পড়ে যায় বিপদ থেকে উদ্ধার হবার কারণে। অদ্ভুত এই মনুষ্য জাতি।

তোমাদের নতুন বাসার কথা শুনে খুব ভালো লাগছে। তোমার মায়ের কাছে আগেই শুনেছিলাম বাসা নেওয়ার কথা। সব কিছু গুছিয়ে ওঠো ধীরেসুস্থে। বাবা মার পাশে দাঁড়ানো ভাইয়ের জন্য করা এগুলো প্রশংসনীয়। তুমি যে এখন থেকেই এত দায়িত্ববান তা শুনে এবং দেখে খুবই ভালো লাগছে। আগামী দিন তোমার খুব ভালো যাবে দেখো।

Sort:  
 last year 

চেস্টা করি, যদিও সব কিছু সামাল দিতে পারি না