You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৬৫|| মজাদার ইলিশ পেটি পিঠা রেসিপি।
ভাগ্যিস কমপিটিশনটা অ্যানাউন্স হয়েছিল, নইলে সকলে পিঠা নিয়ে এতো কি আর ভাবত? কত কি শিখলাম। আপনার ইলিশ মাছের আকারে তৈরি করা পিঠাটিও বেশ ভালো লাগছে৷ খেতেও নিশ্চই দারুণ হয়েছে৷ আমার বাংলা ব্লগ যদি একটা অফিস হতো আর আমরা সবাই সেখানে রোজ যেতাম সকলের পিঠা নিয়ে একদিন পটলাক পার্টি হয়ে যেত৷ আহা৷ কী দারুণ সব মজাদার পিঠা খেতাম৷
এই তিন চার বছর যাবত কনটেস্টের কারণে এত এত কিছু জানতে পারলাম আপু সেটা তো আপনি মিস করে ফেলেছেন।
কি আর করা যাবে৷ বেটার লেট দ্যান নেভার৷