You are viewing a single comment's thread from:

RE: পতাকার মূল্য 🇧🇩 🇮🇳

জানো আজ ব্লগটা খুলে দেখতে যে কি ভালো লাগছে। আমরা শান্তি চাইছি আমরা ভাতৃত্বের বন্ধন চাইছি। আমরা আসলেই মনুষ্যত্ব চাইছি। সবার প্রায় একই ধরনের কভার পিকচার এবং দাবি আমাদের কি অনায়াসেই এক ছাদের তলায় নিয়ে চলে এলো। আমরা তো বাঙালি বলো, একই দেশের একই মাটির ভূমিপুত্র। রাজনীতির কারণে বর্তমানে আলাদা দেশ আমাদের পাসপোর্ট লাগে। তবুও কি মানুষ পারে না সুহৃদ হয়ে থাকতে। মানুষ পারলেও রাজারাজড়ারা তা চায় না। তারই ফলে আমরা জ্বলছি।

Sort:  
 last year 

একদম ঠিক বলেছো আমরা সবাই একই মাটির সন্তান,তারপরও কেনো যে এতো হানাহানি এতো হিংসা আমি বুঝি না।রাজাকাররা আগেও চাইতো না এখনো চাইছে না আর ভবিষ্যতেও চাইবে না এটাই চিরন্তন সত্য।😥