এই একই জিনিস আমার বাবা-মা ও করেন। প্রতি দু মাসেই কোথাও না কোথাও বেরিয়ে পড়েন। কিন্তু বাবা একেবারেই দেশের বাইরে যেতে চান না, আর এদিকে মায়ের প্রচন্ড বিদেশ ঘোরার শখ। একজনের ইচ্ছেতে তো আর সবটা হয় না তাই ওরা দেশের মধ্যেই ঘোরে। তবে এই ঘোরাঘুরির মধ্যে আমিও এক দুটো ট্রিপ আমার সাথে নিয়ে বেরোনোর চেষ্টা করি। কারন আমার মনে হয় যেন সময় ফুরিয়ে আসছে এই দিনগুলো আমি আর পাব না। বাবা মাকে যতটা পারি কাছে রাখি।
সেটাই দিদিভাই! সময় যা ফুরিয়ে যায়, তা তো আর ফেরত আসবে না। যত বেশি মেমোরি তৈরি করা যায়, জীবন ততোই সুন্দর! 😍