মহান বিজয় দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ তো ভ্রাতৃত্ব উদযাপনের দিন বলে চলে। আপনার পুরো পোস্টটা পড়লাম, কি সুন্দর করে লিখেছেন আপনাদের পতাকার কথা সবুজের মাঝে রক্তিম লাল, এই রক্তিম লালই কিন্তু সবাইকে প্রতিক্ষনে স্মরণ করিয়ে দেয় বহু মানুষের আত্মত্যাগ এবং রক্তপাতের স্মৃতি। দেশকে স্বতন্ত্র বানাতে যে কত কষ্টই হয়েছিল তা আমাদের প্রত্যেক দেশের পতাকা দেখলে বোঝা যায়। আজকের দিনে প্রতিবেশী বন্ধু হিসেবে একটা কথাই বলবো, যারা নিঃস্বার্থভাবে রক্তক্ষরণ করে প্রাণ ত্যাগ করে এই বিজয় এনে দিয়েছিলেন তাদের শুধু সম্মান জ্ঞাপনই কিন্তু বিজয় উল্লাস নয়, তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি দেশকে ঘিরে দেশের মানুষকে ঘিরে তাদের দেখা স্বপ্ন পূরণে এগিয়ে আসাও কিন্তু দেশের সমস্ত নাগরিকের উল্লাস। অন্তর থেকে প্রার্থনা করি বাংলাদেশের আন বান শান জ্বল জ্বল করুক সারা বিশ্ববাসীর সামনে।