You are viewing a single comment's thread from:

RE: দেশ বিভাগের যন্ত্রণা

বিভাজনটা ধর্মের ভিত্তিতে করলেও আসলে বিভাজনটা ছিল ব্রিটিশদের নেওয়া প্রতিশোধ৷ কারণ দেশ স্বাধীনের পেছনে ভারতের রাজ্যেগুলির মধ্যে বাংলা আর পাঞ্জাবের মানুষের উত্তেজনা ও লড়াই সব থেকে বেশি ছিল৷ আর পাঞ্জাব ও বাংলাতে মোটামুটি হিন্দু মুসলিমরা পাশাপাশি ভালোভাবেই বৈষম্যহীন ভাবেই বসবাস করত৷ এই জোটবদ্ধতার কারণেই ব্রিটিশরাজকে অনেক অসুবিধে পোহাতে হয়ে৷ তাই স্বাধীনতার ফল স্বরূপ এই বিভাজন করে তারা হাসতে হাসতে ছুরি বসিয়ে গেল, যার জের আমরা আজও সবাই ভুগি৷