পিঠাপুলি বাড়িতে বানানো হলে সবাই মিলে যে একসাথে বানায় সেটারই আনন্দ বেশি। আর প্রথম খেপ পিঠে গরম গরম রান্না করে বাকিগুলো গড়ে নেওয়ার আনন্দ আরোই আলাদা। এই দৃশ্য আমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে দেখে এসেছি। আপনার ঝাল পিঠে পুলি রেসিপিটি অসাধারণ লাগলো। সাথে সবাই মিলে বানানোর আনন্দটাও উপভোগ করলাম।
এটা ঠিক বলেছেন আপু সবাই মিলে একসাথে বসে পিঠা বানানোর আনন্দই আলাদা। একদিকে পিঠা খাচ্ছিলাম অপরদিকে পিঠা বানাচ্ছিলাম। সত্যি এই মুহূর্তটা খুবই ভালো লাগার ছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।