আরে বাপরে। এতো দেখছি আমাদের ভাইবোনেদের মতো দৃশ্য। গত বছর জানেন আপু, রাত একটায় আমার হঠাৎ মাছ ভাজা খেতে লোভ হয়েছিল। তো দাদা উঠে প্রায় দশ পিস মাছ ভেজে দিয়েছিল। যদিও সবাই মিলেই খেয়েছিলাম। এই বন্ধন পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনারাও খুব আনন্দে ভালো থাকুন ভালোবাসা রইল আপু।