You are viewing a single comment's thread from:

RE: মুলা’র পাকোড়া

in আমার বাংলা ব্লগ10 months ago

এইভাবে আলুর পকোড়া করে খেয়েছি কিন্তু মুলোর পকোড়া যে হয় তা আমার জানাই ছিল না। দেখি একবার বাড়িতে ট্রাই করে দেখব। এত লোভনীয় সব খাবারের রেসিপি দেখে আর সেগুলো রান্না করে করে খাই যার ফলে ওজন দিনকে দিন বেড়েই চলেছে এরপর মনে হচ্ছে বাড়ির দরজা কাটতে হবে নইলে আর ঢুকতেই পারব না। তুমি তো খুব সুন্দর রান্না করো। তোমার মুখটাই তো একদম লক্ষ্মীর মত। স্নিগ্ধ।

Sort:  
 10 months ago 

খাবার খেতে পারলে খুবই ভালো মোটা না হয় একটু হলে তাতে কোনো সমস্যা নাই শুধুমাত্র দাদাবাবুর একটু খরচ বাড়বে দরজা কাটতে।😁তো প্রশংসা শুনে খুবই লজ্জা পেলুম🤭 অনেক অনেক ধন্যবাদ বন্ধু।