You are viewing a single comment's thread from:

RE: কষ্টের অনুভূতি 😥

in আমার বাংলা ব্লগ11 months ago

তোমার লেখাগুলো পুরোটাই আমি মন দিয়ে পড়ি। তোমাদের মানসিক অবস্থার কথা পড়ে খুবই খারাপ লাগলো এবং একটা কথাই বলবো নিজেকে শান্ত এবং ধৈর্যশীল করে তোলো, যদি সহজভাবে নিজেকে না বোঝাতে পারো তাহলে নিত্য পুজো সারার পর কিছুটা সময় বা যখন সময় পাবে হাতে তখন কিছুটা সময় ধ্যান করো। যত বেশি ধীর থাকবে বিপদে অনেক শক্তি পাবে। তুমি নিজেই যদি অস্থির হয়ে থাকো কোন কিছুই সামলাতে পারবে না। অসুস্থতা যেমন তোমার হাতে নেই কিন্তু সুস্থতা কিছুটা হলেও তোমার হাতে।

Sort:  
 11 months ago 

একদম ঠিক বলেছো বন্ধু এখন ভগবানের প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।মানুষ কে অনেক ভালোবেসে উপকার করে দেখেছি সবাই শুধু কষ্ট দেয় অপবাদ অপমান করে এরচেয়ে ভালো ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা।তোমার পরামর্শ কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবো বন্ধু।