You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ || ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি।
আমরা প্রত্যেকেই কৃষক নির্ভরশীল৷ কৃষকদের জন্য সকলের মুখে হাসি থাকে তাই সমাজে যদি কারও মুখের হাসি অগ্রাধিকার পায় তা অবশ্যই কৃষক হওয়া উচিত। তবে এ হয় না৷ আমাদের সমাজের এতো দুরবস্থা। এ আজ বলে আজ নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে৷
তাও বর্তমানে নানান বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ফলে ফসল উৎপাদন খুবই ভালো হয়। তাই কৃষক সব থেকে সচ্ছল না হলেও হাসি দেখা যায় তাদের মুখে৷
আপনার প্রতিটা ছবিই খুব সুন্দর লাগল। মন ভরে গেল ছবিগুলো দেখে।
আপনার মন্তব্যের জন্য বরাবরের মতো কৃতজ্ঞতা প্রকাশ করছি।