You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ শৈশব স্মৃতি ]

in আমার বাংলা ব্লগ10 months ago

সত্যিই আমাদের ছেলেবেলা গুলো একেবারেই অন্যরকম ছিল। একবার জানেন কামরাঙ্গা চুরি করতে গিয়ে কিছুতেই ঢিল শ
ছুঁড়তে পারচ্ছিলাম না ফলে আমার দাদা গাছে উঠে গিয়েছিল। আর সেই গাছ থেকে সমস্ত ডাল ভেঙে একদম নিচে। দুঃখের বিষয় পায়ে ভীষণভাবে আঘাত পেয়েছিল। এদিকে মা যেহেতু স্কুলে দুপুরবেলাটা বাবাই বাড়িতে থাকতেন। অন্যান্য কাকু কাকিমারাও ছিলেন কিন্তু বাবা যেহেতু প্রধান অভিভাবক তাই বাবাকে বলতেই হবে। কিন্তু ভয়ে সেটা আর দুজনের কেউ বলতে পারছি না। দাদা পুকুরের জলে পা ডুবিয়ে বসে রয়েছে মায়ের অপেক্ষায়। তারপর ঠাকুমা দেখতে পেয়ে বাবাকে ডেকে দেখালো, ডাক্তার-খানা নিয়ে যাওয়ার আগেই বাবা আমাদের দুজনকেই উত্তম মাধ্যম দিয়ে দিলেন এবং তারপর দাদাকে ডাক্তারখানা নিয়ে গেলেন। হে হে হে৷

কিন্তু সেই শৈশব সত্যিই অতুলনীয়। কি যে ভীষণ প্রাণ ছিল তা আজ বুঝি।

Sort:  
 10 months ago 

হা হা হা, গাছে উঠতে গিয়ে আমি নিজেও কয়েক বার পড়ে গিয়েছিলাম। কিন্তু তবুও সেগুলো ভীষণ আনন্দের ছিলো। আহা! কত উত্তম মাধ্যম যে হজম করেছিলাম আমি, একবার তো হাতই ভেঙ্গে গিয়েছিলো আমার। কত আনন্দের ছিলো সেই সময়টা। অনেক ধন্যবাদ