একটা কথা দারুন বলেছো, ধর্ম যার যার উৎসব সবার। আসলে উৎসব তো একপ্রকার মিলনের অধ্যায় তাই আনন্দ যাপন কিংবা মিলন প্রাঙ্গণের জন্য আমরা সমস্ত ধরনের উৎসবে নিজেরা একত্র হই। তোমার আজকে ব্লগটা পড়ে খুব স্পষ্ট ভাবে মনে হচ্ছে তুমি কতখানি উদার মনস্ক। আমরা যে আসলেই আগে মানুষ এবং পরে আমাদের সাথে ধর্মের পরিচয় জুড়ে যায় তা তোমার পোস্ট পড়ে অনেক বেশি অনুভব হচ্ছে। দেখতে গেলে মানুষ এভাবেই বেঁচে আনন্দে থাকতে চায় কিন্তু কিছু মানুষের স্বার্থপরতা এবং লোভ মনুষ্যত্বকে নষ্ট করে দিচ্ছে সাথে আমাদের সমাজ কেও। এইভাবে যদি সারা পৃথিবী ভালো থাকতো তাহলে হয়তো পৃথিবীর রং টাই অন্যরকম হতো।
ধন্যবাদ তোমাকে আমার পোস্ট টি পড়ে সুন্দর গঠনমূলক পোস্ট করার জন্য।