সুন্দরভাবে হালিম তৈরি করার রেসিপি শেয়ার করবেন আমাদের সাথে।। সেইভাবে তো কখনো খাইনি। আর এদিকে দোকান বাজারেও পাওয়া যায় না। মাংসের খিচুড়ি দেখে আমার হালিমের কথাই মনে পড়লো আগে। মাংসের খিচুড়ি ও মাঝেমধ্যে করে খেয়েছি খেতে বেশ ভালোই হয়েছে। আর এরকমই প্রসেসে করেছিলাম। আপনার খিচুড়িটি দেখতে খুব সুন্দর হয়েছে।