এই যুগে মানুষ আর নিঃস্বার্থভাবে কোনরকম উপকার করে না। অদ্ভুত একসময়ের মধ্যে দিয়ে চলেছি যেখানে এক কদম ফেলার সাথে সাথেই প্রত্যেকে হিসেব করে সেই পা ফেলাটা কতটা জরুরী ছিল এবং কতটা লাভ দায়ক। আমাদের কি উচিত আর কি অণু উচিত তা কেবলমাত্র পাঠ্যপুস্তকেই থেকে গেল। জীবনে খুব কম মানুষই মেনে চলছে। এবং সেটাই অত্যন্ত দুঃখজনক।