পৃথিবী অপরূপ সুন্দর তো বটেই কিন্তু মহাবিশ্বে আরো কিছু পৃথিবী থেকে সুন্দর কি সুন্দর নয় তা আমি জানিনা। কারন আমি তো শুধুমাত্র আমার গ্রহ টুকুই দেখেছি আর তার খুব অল্প পরিমাণ জায়গাই দেখেছি। তবে আমার কি মনে হয় জানেন পৃথিবীতে সুন্দর সাথে সাথে আমরাও অত্যন্ত ভাগ্যবান কারণ এই চমৎকার পৃথিবীর সঠিক আবহাওয়া জলবায়ু এবং কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে আমরা অর্থাৎ মানুষ সহ নানান পশু পাখি জীবজন্তু গাছপালা জন্মাতে পেরেছি। আর এমন রূপও পেয়েছি।