বাচ্চাদের প্লে স্কুলে মানে নার্সারির নিচে যে স্কুল থাকে যেখানে বাচ্চারা খেলতে যায় সেখানে এই ধরনের ফুলগুলো মাঝেমধ্যেই ওদের মন খুশি করার জন্য দিদিমণিরা বানিয়ে দেন। আমার নিউ মাঝেমধ্যে একটা নিয়ে আসত যখন ছোট ছিল। আপনিও খুব নিখুঁতভাবে বানিয়েছেন এবং দেখতে খুব ভালো লাগছে। আসলে কাগজের তৈরি জিনিসগুলো জানি না কেন বেশ ভালো লাগে দেখতে।