রমজান স্পেশাল [ মজাদার কাঁচাছোলা মাখা রেসিপি।]

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Untবitled.jpg

আজকে আমি আপনাদের সবার মাঝে খুব সহজে কিভাবে কাঁচা ছোলা মাখা যায় সেই রেসিপিটি শেয়ার করব। মূলত রমজান মাসে বাজারে কাঁচাছোলা মাখা পাওয়া যায়। যেটা আসলে খেতে তেমন একটা ভালো লাগে না। সেজন্যই আমি প্রায় সময় এই কাঁচা ছোলা মাখাটা বাসায় তৈরি করি। আর এখানে স্পেশাল ভাবেই তৈরি করা হয়। কারণ এর মধ্যে অনেকগুলো উপকরণ দেয়া হয়। বাজারে কিন্তু এতগুলো উপকরণ দেয় না। সেজন্যই কাঁচা বুটের একটা কাঁচা গন্ধ থেকে যায়। কিন্তু আমি এখানে যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও কোন গন্ধ লাগবে না বরং চপ দিয়ে খেতে বা ছোলা ভুনা দিয়ে খেতেও খুব ভালো লাগবে।

এটা যে শুধুমাত্র রমজান মাসে তৈরি করি তা কিন্তু নয়। এর আগেও অনেকবার আমরা বাসায় এটি তৈরি করেছি। কারণ এটির সাথে যদি কোন চপ বা পেঁয়াজু হয় তাহলে খেতে একদম অসাধারণ লাগে। যাই হোক ১ম রোজায় বিকেলবেলা হঠাৎ করেই কাঁচাছোলা তৈরি করছিলাম। আর সবকিছু কাটাকাটির পর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যেতেই পারে। এজন্যই মাঝখান থেকে শুরু করে আমি ছবিগুলো নিয়েছি এবং আপনাদের সাথে ধাপগুলো শেয়ার করেছি। আশা করি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই।
Unjhtitled.jpg

মজাদার কাঁচাছোলা মাখা রেসিপি।

IMG-20240319-WA0020.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
কাঁচাছোলা(খোসা ছাড়ানো)১ কাপ
পেঁয়াজকুচি১ টি
শসাকুচি২টি
টমেটোকুচি১ টি
গাজরকুচি১টি
ভাজা শুকনো মরিচ২ টি
লবণহাফ চা চামচ
আদাছোট এক টুকরো
লেবুঅর্ধেক
চাটনি৩ টি

20240319_104540.jpg

প্রথম ধাপ

আমি কিছু কাঁচা ছোলা আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। প্রায় ৭-৮ ঘন্টা ধরেই ছোলা গুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে লেবু দিয়ে ভালোভাবে কচলে পানি ফেলে দিলাম।

20240319_104708.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে তেঁতুলের চাটনিগুলো এক এক করে এই ছোলাবুটের মধ্যে দিয়ে দিলাম।তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

20240319_104821.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি এক এক করে দিয়ে দিলাম।

20240319_104924.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে ছোট এক টুকরো আদা গ্রেট করে দিয়ে দিলাম তারপর শুকনো মরিচ দুটোকে হাত দিয়ে ভেঙে মেখে নিলাম।

20240319_105159.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে শসা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে আবারো ভালোভাবে সবকিছু মেখে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কাঁচা ছোলা মাখা।

20240319_114115.jpg

ফাইনাল আউটপুট

Untiবtled.jpg

IMG-20240319-WA0022.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

কাঁচা ছোলা মাখা কখনো খাইনি তবে আপনার ছোলা মাখা রেসিপি দেখে খেতে মন চাচ্ছে। যতদূর সম্ভব আমাদের এলাকায় এই মজাদার কাঁচাছোলা মাখা কিনতে পাওয়া যায় না।আপনি খুব সুন্দর করে কাঁচাছোলা রেসিপি করেছেন।অসাধারণ হয়েছে। চাপ বা পিয়াজু দিয়ে খেতে ভালো লাগে জানতে পারলাম।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 💥

 2 months ago 

কাঁচা ছোলা এভাবে খাওয়াটা খুবই পুষ্টিকর একটি খাবার। যেটা আপনি বাসায় মাঝে মাঝে তৈরি করে খেয়ে থাকেন। আইডিয়াটা দারুন ছিল। বিভিন্ন প্রকার জিনিস দিয়ে স্বাদের পরিবারটা বাড়ানো । এটা খাওয়ার প্রতি রুচি বাড়িয়ে দেয়, ভালো লাগলো আপনার কাসাসুলা বকা রেসিপি আমিও দেখি এভাবে ট্রাই করবো একদিন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি ভাই কাঁচা ছোলা এভাবে খাওয়াটা খুবই পুষ্টিকর একটি খাবার।

 2 months ago 

কাঁচা ছোলা বরাবরই আমার প্রিয়। তবে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনিতো অনেক গুলো আইটেম দিয়ে রমজানের স্পেশাল রেসিপিটা তৈরী করেছেন। এটা শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

এভাবে খেয়ে দেখবেন ভাই।

 2 months ago 

ছোলা ভোনা আমার খুবই ভালো লাগে। চমৎকারভাবে একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। এ জাতীয় রেসিপিগুলো সত্যি খুবই প্রিয় আমার। আর রমজান মাস উপলক্ষে যেন এই জাতীয় রেসিপিগুলো প্রত্যেক ঘরে ঘরেই কমবেশি তৈরি করা চলছে। বিশেষ করে ছোলা খেজুর আর খেরায় দিয়ে ইফতারি করতে বেশি ভালো লাগে। জয় হোক ভাল লাগল ভাইয়া আপনার সুন্দর রেসিপি তৈরি করতে দেখে।

 2 months ago 

আমারও ছোলা খেজুর আর খিরা দিয়ে ইফতারি করতে বেশি ভালো লাগে।

 2 months ago 

ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কাঁচা ছোলা এভাবে কখনো মেখে খাওয়া হয়নি। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। আর খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। পুরো রেসিপি দেখে মনে হল তেমন একটা কঠিন নয় এটা তৈরি করা। আর এ ধরনের রেসিপি গুলো শরীরের জন্য বেশ উপকারী।

 2 months ago 

জি আমিও মনে করি এ ধরনের রেসিপি গুলো শরীরের জন্য বেশ উপকারী।

 2 months ago 

রমজান মাসে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। মজাদার কাঁচাছোলা এই রেসিপিটি এর আগে কখনোই খাওয়া হয়নি তবে এরকম ভাবেও যে কাঁচা ছোলা খাওয়া যায় সেটা জানা ছিল না এই প্রথমবার আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি এইভাবে অনেক মজা হয়।।

 2 months ago 

কাঁচা ছোলার মাখা রেসিপি এভাবে কখনো তৈরি করা হয়নি ভাইয়া। জানি না খেতে কতটা মজাদার হবে। তবে আপনার রেসিপির পরিবেশন এবং উপস্থাপন দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আপনি প্রথম রোজার দিনে এটা তৈরি করেছেন। এবং হঠাৎ করেই আপনার মনে হলো আমাদের সাথে শেয়ার করবেন। যার কারণে মাঝখান থেকে শুরু করেছেন। যাই হোক আপনার এই রোজার মাসে সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম। আপনি রোজা ছাড়া এ রেসিপি কয়েকবার তৈরি করেছেন। সকল কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক বেশি মজা।।

 2 months ago 

রমজান উপলক্ষে আপনি আজ কাঁচা ছোলা মাখা রেসিপি শেয়ার করেছেন। এর আগে কখনো কাঁচা ছোলা রেসিপি দেখা হয়নি। তবে আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি এর সন্ধান পেলাম। অবশ্যই ভাবে একদিন কাচা ছোলা মেখে খাব। ধন্যবাদ ভাইয়া ইউনিক একটা রেসিপি সাথে আমাদের পরিচয় করে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি।

 2 months ago 

এভাবে কখনো কাঁচা ছোলা মেখে খাওয়া হয়নি। নিশ্চয় খেতে খুবই ভালো লাগলো লাগবে। যা আপনার রেসিপি তৈরি করার প্রসেস গুলো দেখে বোঝা যাচ্ছে। নিশ্চয়ই আপনার রেসিপিটা দেখে একদিন তৈরি করে খেয়ে নিতে হবে। তাছাড়া এই খাবার শরীরের জন্য অনেক উপকার হবে। যেহেতু কোন তেলে ভাজার কোন সিস্টেম নেই। সারাদিন রোজা রেখে এমন মজাদার খাবার খেলে বেশ ভালোই লাগবে। অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 2 months ago 

জি আপু সারাদিন রোজা রেখে এমন মজাদার খাবার খেলে বেশ ভালোই লাগবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61142.49
ETH 2928.10
USDT 1.00
SBD 3.67