You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৬

in আমার বাংলা ব্লগ2 years ago

কাঁঠাল মামার বউটা ছিল ঝগড়াটে, তবে নতুন বউ বলে কথা যেভাবে সেভাবে শাসন করা যায় না। তখন কাঠাল মামা অনেক অপেক্ষায় আছে কিভাবে বুদ্ধি করে তাকে শাসন করা যায়। হঠাৎ একদিন কাঠাল মামা বাজার থেকে বাড়িতে এসে দেখে যে একটি কুকুর কাঠাল মামার ঘরের সামনের উঠানে শুয়ে আছে। তখন কাঁঠাল মামা গিয়ে তার বউকে চুল ধরে টেনে এনে বলে, এই যে তুমি এই কুকুরটাকে একটা বালিশ দিলে না কেন? এই কথা বলে দু-চারটা লাগিয়ে দিল। এক দিক থেকে একটা উছিলা ও মিলে গেল , আরেক দিক থেকে শাসনও হয়ে গেল।বলতে গেলে সাপ ও মরলো লাঠিও ভাঙ্গলো না। 🤣🤣