হারানো ভালোবাসা
আমার জিবনের পাওয়া এক অকল্পনীয় মহারানী
হয়তো ওটাই ছিলো আমার জিবনের খারাপ সময় গুলোর একটা আর ঠিক সেই সময় আমার জিবনের মোর ঘুরিয়ে দিতে হঠাৎ আগমন এই নারীর যে নিজেও যানে না সে আমার জিবনের কতোটা সাপোর্ট করেছে, আমি কখনো কল্পনা ও করতে পারিনি যে এমন কাউকে পাশে পাবো আমার এই খারাপ সময়টাতে, আমি সত্যি অনেক কৃতজ্ঞ তার উপর। জানি হয়তো তাকে সারা জিবনের জন্য পাশে পাবো না, কিন্তু যদি কখনো এমন সুযোগ হয় তাহলে আর হারাতে দেবো না।
যদি কখনো সুযোগ পাই তার জন্য কিছু করার তাহলে ওটার জন্যে আমি আমার সব টুকু দিয়ে তার এই ঝণ চুকানোর চেষ্টা করবো, তাকে ধরে রাখার মতো শক্তি বা ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই, তাকে দরে রাখার মতো যোগ্যতা যদি আমার থাকতো তাহলে আর কোনো অপশন রাখতাম না, তবে যদি সে আমার হয়ে থাকতে চায় তাহলে যতো বাধাই আসুক না কেন তাকে রেখে দিবো যেকোনো মুল্যে।
