ক্ষুদ্র ফুলের মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
ফুল কে না ভালোবাসে, ফুল সবাই ভালোবাসে বলতে গেলে। আর যদি সেই ফুলের সৌন্দর্য হয় অফুরন্ত, তাহলে পরিবেশটাও সৌন্দর্যে ভরে ওঠে। ফুলের আকার ছোটো হলেও কিন্তু সেই ফুলের গঠন আর কালার এর ভিত্তিতে সৌন্দর্য এর দিক থেকে উদ্ভিদটাও পরিপূর্ণতা পায়। এখানে এই ফুলগুলোকে প্রথমে দেখে মনে হবে যে টাইম ফুলের মতো দেখতে। প্রথমে এক ঝলক দেখার পরে সেটাই মনে হয়েছিলো। তবে এখানে এই ফুলের গঠন কিছুটা একই হলেও এটা অন্য প্রজাতির একটা ফুল। এদের সাধারণত আমাদের এশিয়ার দিকে পাওয়া যায় না, তবে পাওয়া গেলেও খুবই কম দেখা যায়। আর আমরা যেসব পার্ক বা বাগানের দিকে দেখে থাকি, সেগুলো সাধারণত সংগ্রহ করে রাখা হয়ে থাকে সৌন্দর্যের জন্য।
এইসব ফুলের কেয়ার করতেও হয় প্রচুর। এই ফুলগুলোকে সাধারণত পোর্টুলাকা বলে থাকে। তবে এই পোর্টুলাকা ফুলের অসংখ্য প্রজাতি পাওয়া যায়, কিন্তু প্রতিটা পোর্টুলাকা ফুল প্রজাতি অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। এমন আবার কিছু প্রজাতি আছে, যা বাইরের কিছু কিছু অঞ্চলে ভোজ্য হিসেবেও ব্যবহার হয় অর্থাৎ শাকপাতা আমরা যেভাবে খাই, সেইভাবে আর কি। তবে এই পোর্টুলাকার যতোগুলো প্রজাতি আছে, তার মধ্যে এই ফুল এর গঠন, কালার দারুণ লেগেছে। এরা প্রচুর তাপ সহ্যকারি একটা উদ্ভিদ। এই ফুল বাড়িতে টবে করে যেকোনো জায়গায় রেখে দিলে দেখতেও খুবই ভালো লাগে।

