গরিবের উৎসব।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরিবের উৎসব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

কথায় আছেনা, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অর্থাৎ বাঙ্গালীদের সারা বছরের বিভিন্ন ধরনের উৎসব আসে এবং সেই সব উৎসবে বাঙালিরা মেতে থাকে। আসলে বাঙালিরা তাদের এই উৎসবের দিনগুলোতে বিভিন্ন ধরনের নতুন জিনিসপত্র এবং পোশাক কেনাকাটা করে। এছাড়াও এই উৎসবের দিনগুলোতে প্রতিটা বাড়ি যেন আনন্দে মেতে থাকে। আসলে মনে হয় যেন বাঙালির প্রতিটা ঘরে ঘরে আনন্দের কোন সীমা থাকে না। কারণ বিভিন্ন জায়গায় পরিবারের লোকজন থাকলেও সেই উৎসবের দিনগুলোতে তারা সবাই আবার পুনরায় বাড়ি ফিরে আসে। সবাই মিলে একসাথে তারা আনন্দ উৎসবে মজে থাকে।

আসলে আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে, এই উৎসবের দিনগুলোতে গরীব পরিবারের লোকেরা কিভাবে দিনযাপন করে। আসলে আমরা কখনো গরিবের কষ্ট উপলব্ধি করতে চেষ্টা করি না। একমাত্র তারাই জানে যে তাদের প্রতিটা দিন কতটা কষ্টের ভিতর দিয়ে যায়। আর যখন কোন উৎসব আসে তখন হয়তোবা সবার ঘরে উৎসবের আলো জ্বলে। কিন্তু এই হতদরিদ্র লোকেদের ঘরে কখনো সেই উৎসবের আলো জ্বলে না। আসলে জিনিসটা ভাবলেই কেমন যেন মনটা খারাপ হয়ে যায়। কারণ আমরা এত আনন্দ উৎসব করি আর তারা এই আনন্দ উৎসবে কষ্টে দিন কাটায় এটা সত্যিই একটা খারাপ বিষয়।

আসলে আমাদের এই দেশে তুলনামূলক হারে ধনী লোক অপেক্ষা দরিদ্র লোকের সংখ্যা অনেক বেশি। এইসব দরিদ্র লোকেরা সারাদিন কঠোর পরিশ্রম করেও তারা তাদের পরিবারকে একটু সুখে শান্তিতে রাখতে পারেনা। কারণ তাদের কোথাও ভালো একটু থাকার জায়গা নেই। যদিও তারা রাস্তার পাশে ছোট ছোট ঘর করে সেখানে বসবাস করে। কিন্তু প্রতিটা ঋতুতে তারা অনেক কষ্ট পেয়ে থাকে সেই সব ঘরের ভেতরে। আসলে এসব গরিব লোকেদের কষ্ট হয়তোবা কোনদিনও মিটবে না। আসলে আমরা যদি এইসব গরিব লোকেদের পাশে দাঁড়ায় তাহলে হয়তোবা এই গরিব লোকের কষ্ট একটু কমে যাবে।


আসলে আমরা মানুষরা খুবই স্বার্থপর। কারন আমরা নিজেদের স্বার্থ ছাড়া আর অন্য কিছু কখনো কল্পনাও করতে পারিনা। আমাদের নিজেদের স্বার্থ যদি মিটে যায় তাহলে আমরা অন্যের কথা আর চিন্তা করি না। কিন্তু এসব গরিব লোকেদের পাশে যদি আমরা সামান্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে হয়তোবা এই গরিব লোকেরা প্রতিবছর এসব আনন্দের দিনগুলোতে তারাও একটু আনন্দে থাকতে পারবে। এছাড়াও অনেকে রয়েছেন যারা উৎসবের দিনগুলোতে এসব গরীব পরিবারে বিভিন্ন ধরনের নতুন বস্ত্র এবং খাদ্য তুলে দেয়। এইতো বর্তমানে ঈদ এসেছে। এই ঈদের দিনেও অনেক মানুষ রয়েছে যারা গরিবের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়।

আসলে আমাদের সবার এইসব দিক চিন্তা করা অবশ্যই উচিত। কারণ আমরা যদি আমাদের ভিতরে দানশীলতার মন মানসিকতা না তৈরি করতে পারি তাহলে আমরা মানুষ নামের কলঙ্ক। আসলে দান করা একটি মহৎ কাজ। আর এই দান করার ভিতরে সকল আনন্দ লুকিয়ে থাকে। আসলে আপনি কোন গরিব মানুষকে কোন কিছু দান করলে আপনি যে কতটা খুশি হবেন তা একমাত্র যারা দান করে তারাই বুঝতে পারে। তাইতো শুধু উৎসবের দিনগুলোতে নয় আমাদের সব সময় এই সব গরিবদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65780.00
ETH 3522.63
USDT 1.00
SBD 2.47