দাসত্ব যখন রক্তে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সব সময় আইন অমান্য করতে পছন্দ করি। আর আইন মানতে অপছন্দ করি। এটা একটা তিক্ত সত্য কথা। কারণ আমরা মানুষ হিসেবে যেহেতু বাঙালি। তাই আমাদের পূর্বপুরুষেরা ইংরেজদের গোলাম ছিলো। অর্থাৎ তারা ছিলো শাসক অর্থাৎ ইংরেজরা। তাই তারা বাঙ্গালীদের উপর অনেক জোর জুলুম করেছে এবং বাঙালিরা যখন একটু কোনো ভুল করতো। তখন ওই ইংরেজরা অনেক বেশি শাস্তি দিতো। সে কারণেই আসলে হয়তো বাঙ্গালীদের মধ্যে এই ব্যাপারটা এখনও রয়ে গিয়েছে। অর্থাৎ দাসত্ব করার বিষয়টি। কারণ একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কঠোর আইন বাস্তবায়ন করছেন না। ততোক্ষণ পর্যন্ত বাঙালি জাতি কথা শুনবে না আমি সবার কথা বলছি না, আমি গুটি কয়েক মানুষের কথা বলছি।

যেমন,আমি যদি একটি উদাহরণ দেই। তাহলে হয়তো আপনি ব্যাপারটা আরো ক্লিয়ার করে বুঝতে পারবেন যে, আমি কি বুঝাতে চাইছি। ধরুন আপনি একটা জায়গায় লিখে দিলেন যে, এখানে পার্কিং করা নিষেধ। অর্থাৎ গাড়ি পার্কিং করা নিষেধ। আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে, আপনি একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে যদি সরে যান। অর্থাৎ আর কোনো ব্যবস্থা না নেন তাহলে সেখানে মানুষ খুব স্বাভাবিকভাবে গাড়ি পার্কিং করবে, দাঁড়িয়ে আড্ডা দিবে। অর্থাৎ আপনি যে একটি নির্দেশনা দিয়েছেন, সেটা মানার প্রয়োজন বোধ করবে না।

কিন্তু আপনি যখন সেখানে শুধুমাত্র এখানে পার্কিং করা নিষেধ এর জায়গায় লিখে দিবেন যে, এখানে যে পার্কিং করবে। তাকে জরিমানা করা হবে এবং এই জায়গাটি সিসিটিভি ফুটেজ দ্বারা নিয়ন্ত্রিত। তখন দেখবেন আর কেও গাড়ি পার্ক করছে। তার থেকে আসলে এটাই ক্লিয়ার হয় যে, আমরা বাঙালি জাতি দাসত্ব করতে অনেক বেশি পছন্দ করি। কারন, এই যে দেখলেন একই জায়গায় একটু ভিন্ন কথা বলতেই মানুষ কি সুন্দর ভাবে কথা শোনা শুরু করে দিয়েছে! আসলে এটাই আমাদের অবস্থা।

তাই এটা থেকে আমরা খুব ক্লিয়ার ভাবে বলতে পারি যে, আমরা দাসত্ব করতে বেশি পছন্দ করি। এবং ওই যে ইংরেজ শাসকরা আমাদের যেভাবে কাজ করাতো। আমাদের রক্ত থেকে এখনো সেই ব্যাপারটি যায়নি, যেটা সত্যিই খুব দুঃখের ব্যাপার।
Sort:  

কথা কিন্তু ঠিকই বলেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62984.76
ETH 2472.53
USDT 1.00
SBD 2.55