লেভেল ১ হতে আমার অর্জন - By @payaljais ৷৷ আমার বাংলা ব্লগ ৷৷ ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা
আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন। আমি এর আগে কয়েকটি পোস্ট দিয়ে ছিলাম যেমন সব দিকে প্রথম আমার পরিচিতিমূলক পোস্ট ছিল তারপর কিছুটি হাথের শিল্প কাজের পোস্ট ছিল ।আজকে আমি @abb-school লেভেল-১ এর সংক্রান্ত পরীক্ষা পোস্ট করছি। @abb-school লেবেল ১ এ গত এক সপ্তাহের ডিস্কোরডের ক্লাসসে কি কি শিখলাম তার বর্ননা করছি।
আমার নাম "পায়েল জয়সওয়াল", আমার আইডি @payaljais ।আমি কলকাতা তে থাকি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই অ্যাকাউন্টেন্সি নিয়ে স্নাতক হয়েছি।
আমার শখ বলতে গেলে প্রথমেই নতুন নতুন রান্নার রেসিপি বানানো। হাতের কাজ তৈরি করা, ডেকোরেশন করা। তাছাড়া আমায় বন্ধু-বান্ধবের সাথে বা পরিবারে সাথে ঘুরতে আর নতুন নতুন রেস্টুরেন্টে খেতে খুবই ভালো লাগে। আমি বাচ্চাদের সাথে সময় কাটাতেও খুব পছন্দ করি,
বাড়িতে বাবা মা আর আমরা চার ভাইবোন, দিদি সবচাইতে বড়ো, তারপর দুই দাদা। আমিই সবচাইতে ছোটো, তাই আমাকেই সবচেয়ে আদুরে বলতে পারেন। দিদির আর দাদার দুজনেই বিয়ে হয়ে গেছে।আমরা একান্নবর্তী পরিবার।
যখন @kingporos দাদা আমাকে এই স্টিমিটের ব্যপারটি বলেছিলেন আমি শুনে খুব খুশি হয়ে ছিলাম যে এমন একটি ফ্লাটফর্ম আছে যেখানে আমি নিজের জন্য কিছু কর্তে পারবো । নিজের ক্রিয়েটিভিটি কে এইখানে ধরতে পারবো। যেদিন জানতে পারি সেদিনই এখানে আসার খুবই ইচ্ছে ছিল। কিন্তু দাদা আমাকে ২দিন সময় দিলেন ভাবার জন্য। আর বলে যে এখানে অনেকগুলি নিয়ম আছে, যদি সেগুলো আমি ঠিকমত মেনে চলতে পারি, তাহলেই যেন এখানে জয়েন করি। তার কিছু দিন পর আমি এখানে জয়েন করলাম । জয়েন করার ক এক দিন পর দাদা আমাকে ডিস্কোরডেএ ক্লাসে ব্যাপারে বললেন ,যে ওই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আছে। তার পরে এই ক্লাসটি আমি জয়েন করলাম ।ক্লাস জয়েন করার পর দেখলাম তখন @suvo35 দাদা আমাদের সবার সাথে কথা বলছিলেন। উনি "আমার বাংলা ব্লগে " সব নিয়ম কানুন আর কিছু একটি বিষয়ে ব্যাপারে বোঝাচ্ছিলেন।
@abb-school এ ক্লাস করে আমি যা জানতে পেছি।
লেভেল ১ এর লিখিত পরীক্ষা আমি @abb-school এর তৈরি করা প্রশ্ন অনুসারে দিচ্ছি ।
১) কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
● স্প্যাম বলতে অপ্রাসঙ্গিক বিষয়কে বোঝায় যা বারবার করা হয়ে থাকে। এই কাজ করা হল স্প্যামিং। যেমন আমরা একই কোন ঘটনাকে বারবার বিভিন্ন ভাবে বর্ণনা করার চেষ্টা করলম সেটি হচ্ছে স্পামিং। আমাদের পোস্টে বিরক্তিকরভাবে কোন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার মেনশন করলাম। এটি হচ্ছে স্প্যামিংয়ের সবচেয়ে খারাপ দিক কারণ অপ্রয়োজনে মেনশন দেওয়া হচ্ছে অযাচিত বিরক্তিকর কাজ যেটা স্প্যামিং এর ক্ষেত্র আসছে।
২) ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
● ফটো কঁপিরাইট সম্পর্কটা হল যে অন্য কারো ছবি কে নিজের নামে বলে দেওয়া অর্থাৎ যে ছবির মালিক তার কাছ থেকে কোন অনুমতি না নিয়ে উপযুক্ত সোর্সের তথ্য না দেয়া য়াকে ফটো কঁপিরাইট বলা হয় ।
৩) তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় ?
● তিনটি ওয়েবসাইট হল:-
১.unsplash.com
২.pexels.com
৩.stocksnap.io
যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়
৪) পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
● পোস্ট করার জন্য ট্যাগ একটি প্রয়োজনীয় বিষয় । পোস্টে ট্যাগ ব্যবহার করার কারণ হলো বিষয় ভিত্তিক কনটেন্ট গুলোকে আলাদা আলাদাভাবে প্রদর্শন করা। ট্যাগ হচ্ছে আমরা যে বিষয়ের উপর লেখা লিখবো সেই বিষয়ের আমরা ত্যাগ দেব। যেমন আমি ট্রাভেলিং নিয়ে কোন একটা পোস্ট করলেম তাহলে সেই ভ্রমণ সংক্রান্ত কিছু শব্দ যেমন travel, tour, nature ইত্যাদি শব্দ ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো। ট্রাভেল হলো একটি কি ওয়ার্ড বা ট্যাগ বা হ্যাশট্যাগ যা দিয়ে আমরা পোস্টটি সহজেই খুঁজে পাবো। স্টিমিটে ট্যাগিং এর কিছু নিয়ম আছে।যদি ট্যাগ দেবার/লেখার নির্দিষ্ট যায়গাতেই লেখেন তাহলে তাকে ট্যাগ বলা হয়।প্রতি ট্যাগের পর একটি কমা দিতে হয় এবং ট্যাগ সবসময় নিউম্যারিক ভ্যালু বা ইংরেজি বর্নমালাতেই লিখতে হয় স্টিমিটের ক্ষেত্রে।
৫) আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
● আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রথম ধর্ম বিষয়, বর্ণবাদ মূলক, রাজনীতি বিষয়, পোস্ট ছেড়ে বিভিন্ন প্রকারের পোস্ট করা যাবে। কিন্তু কোন স্পেমিং লিংক কিংবা কোন বিজ্ঞাপন এবং কাউকে আক্রমণ করে কোন পোস্ট করা যাবে না।
৬) প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
● প্লাগিয়ারিস্ম এবং কপিরাইট কে অনেকে হিসাবে মিলিয়ে ফেলেন।যখন আমি অন্যের কারোর লেখা অথবা কিছুটা পরিবর্তন করে আমরা নিজের লেখা বলে চালিয়ে দিলাম সেটাকে প্লাগারিজম বলা হবে। সেটা হতে পারে কারো ফটো, লেখা, অডিও কিংবা ভিডিও যেকোনো জিনিস হতে পারে।
৭) re-write আর্টিকেল কাকে বলে?
● re-write হচ্ছে যে কারোর লেখার উপরে নিজের হিসাবে এডিট করে লেখা কিংবা অন্য কারো পোস্ট থেকে আর্টিকেল কপি করে কথা গুলো সামান্য পরিবর্তন করে ওকে মডিফাই করে ওই পোস্ট কে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে re-write।
৮) ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
● ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে যেমন গান, কারোর লেখা কবিতা, কারোর গল্প উপরে আমরা re-write করতে চাই তাহলে আমাদের কে গানের ক্ষেত্রে গায়কের নাম,কবির নাম ইত্যাদি উল্লেখ করতে হবে।
৯) একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
● কোনো পোস্ট কে যখন ১০০ শব্দের নিচে লেখা উল্লেখ থাকবে, যেমন আমরা কোনো ধরনের ফটোগ্রাফি পোস্ট করবো শুধু ছবিগুলোকে প্রাধান্য দেওয়া হবে তখন ঐ পোস্টটিকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।
১০) প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
● আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতি ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে।
পরীক্ষার উত্তর গুলো সঠিকভাবে লেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।
●আমার মাতৃ ভাষা বাংলা নয়ে হিন্দি আছে। যদি অজান্তেই কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।







আপনার জন্য শুভকামনা থাকলো ।আর আপনার জন্য প্রার্থনা থাকলো আপনার আগামী দিনের পথচলা সফল হোক এভাবে প্রতিনিয়ত ক্লাস করে আপনার লেভেল আপ করুন এবং একটিভ লিস্ট জায়গা করে নেন।
আপু আপনার পরিচয় মূলক পোষ্ট টি খুব সুন্দর হয়েছে। স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। আশা করছি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে পাশে থাকবেন। আর লেভেল ওয়ানের' প্রতিটি বিষয়ে আপনি খুবই সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু।
আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগতম। আপনার লেবেল ১ এর অর্যণ আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি আমার বাংলা ব্লগের নিয়মকানুন মেনেই এবং পরবর্তী ক্লাসগুলো করে আমাদের সাথে যুক্ত হন এই কামনাই করি। আপনি একজন নতুন মেম্বার হিসেবে আমরা আপনার থেকেই নতুন নতুন উপহার আশা করছি। এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।