You are viewing a single comment's thread from:
RE: যাত্রাপথে বিভ্রাট : দুর্গাপুর (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য বরাদ্দ)
সত্যি বলতে পরীক্ষার সেন্টার দূরে পড়লে ভীষণ সমস্যা হয়। এই দিকটায় সরকার একটু নজর দিতে পারে। তোর বাড়ি থেকে অনেকটা দূর হয়ে গেছে রে। আর এরকম ফাঁকা ট্রেনে সত্যিই অনেক ভৌতিক ঘটনা নাকি ঘটে। ভালোই হয়েছে সঙ্গ পেয়ে গেছিলি একজনের।
হ্যাঁ খুবই অসুবিধা। লোকাল ট্রেন না থাকলে আমি ঐদিন আর যেতে পারতাম না। বর্ধমান লোকাল আমি ইচ্ছে করেই আমার ঐ সহযাত্রীর কামরায় উঠেছিলাম। কারণ ওনাকে দেখে মনে হচ্ছিল উনি রেলের লোকোপাইলট। পরে কথা বলে বুঝলাম আমার অনুমান সঠিক।