You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫
বৃষ্টির জলে ভিজে গেছে যে সময়
তাকে ফিরে পেতে আমার ব্যর্থ অভিনয়,
তবুও এক বিকেলে ভীষণ অনিয়মে
তোমাকে পড়ে মনে।
সব বোঝার পর ও ভুল হয়ে যায়,
কেউ তো হারুক,হোক অন্যের বিজয়।
তারপর শুধু তুমি আর অন্তত অনুভব,
ছুঁয়ে যাবে দৃষ্টিকোণ তোমার অদ্ভুত অনুরাগ।
শরতের তুলো পেঁজা মেঘে ভরা
আকাশেও ছবি দেখি তোমারই-
কোন এক কাশ বনে আলুথালু কেশে
আমার সর্বনাশ দেখি তোমার মোহময় বেশে।
অভিমান,অনুরাগ মনে হয়, বাড়াবাড়ি।
আমার এই হৃদয়ের কলতানে-
বসন্তের কোকিল তুমি,
ডাকো নিস্তব্ধ দুপুরে কোন এক;
মন খারাপের বাণী।