You are viewing a single comment's thread from:
RE: আমার যতো ভুল নীতিকথা- প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah
আমার বেস্ট ফ্রেন্ড একটু আগে আমাদের বাড়িতে এসেছিল। ওদের আদি বাড়ি কুমিল্লা ছিল। ওকে দেখালাম এই ছবিগুলো।যাই হোক আমাদের তো আর কোনদিনও আমাদের আদি বাড়িতে যাওয়া হবে না। আমি যেমন বরিশাল থেকে বিলং করি। আমার মা ঢাকা। এরকম আমার বন্ধুবান্ধব অনেকেই আছে যারা ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এই জায়গাগুলো থেকে বিলং করে। আমরা সারা জীবন এই জায়গা গুলোর নামই শুনে গেলাম। এ জীবনে আর নিজেদের ভিটা জমি দেখা হলনা। আপনার কথাগুলো সবসময়ের মত বাস্তববাদী। মানুষ মানুষকে খুব সহজেই ভুল ভেবে ফেলতে পারে। তবে সেটা চিন্তা করে নিজের নীতি ছাড়লে হবে না।অনেক সময় আমাদের অনেক ইচ্ছে সামাজিক বেড়াজালের জন্য আমরা প্রকাশ করতে পারি না। আসলে সমাজে আমাদের হাত-পা বাঁধা থাকলেও মনের তো হাত-পা হয় না।তাই অলীক কল্পনা করতে কেউ বাধা দেয় না।জীবনের কথা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ঢাকায় চলে আসুন, আপনাদের আদি বাড়িসহ বাংলাদেশের অনেক অঞ্চলই দেখার সুযোগ পাবেন। না আজকাল মনও বাধা থাকে, চাইলেও স্বাধীনতা উপভোগ করতে পারে না।