You are viewing a single comment's thread from:

RE: ভ্রমণ।। শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক।।10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

এই ধরনের অ্যামিউজ পার্কে বাচ্চাদের নিয়ে ছেড়ে দেওয়া উচিত তারা আর কোথাও যেতে চাইবে না। দেখে খানিকটা মনেস্ট্রির মতোই মনে হল। নাগরতলা টা দেখে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি কি সুন্দর ক্যাপসুল এর মত বাক্স করা। নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে সেই সময় বাবারও তো উৎসাহ ছিল না যে কোথাও নিয়ে যাবে এরকম আর অন্য কেউ তো ছিলইনা নিয়ে যাওয়ার মত। বাড়ি থেকে নিকো পার্কের দূরত্বটা অনেক হওয়াতে যখন তখন যাওয়াও সম্ভব ছিল না। আর সত্যি বলতে ট্রান্সপোর্ট সিস্টেম এখনকার মত এতটাও উন্নত ছিল না বা এভেলেবল ছিল না। যাই হোক সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। বেশ ভালই সময় কাটিয়েছেন আর খাওয়া-দাওয়া করেছেন বোঝা যাচ্ছে।

Sort:  
 3 years ago 

আমিও বাচ্চাকে এরকম জায়গায় ছেড়ে দিয়ে নজরে রাখি। ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।