রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১৪

in আমার বাংলা ব্লগ17 days ago (edited)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। আমি ছবি তোলার সময় কোন বিষয়ের বাছ বিচার করি না। সামনে যে দৃশ্যটা ভালো লাগে সেটারই ছবি তুলে নেই। এভাবে ছবি তোলা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240401_223430.jpg

গত কয়েকদিন আগে রাতের বেলায় গিয়েছিলাম মার্কেটের দিকে। একটি জরুরি প্রয়োজনে হঠাৎ করে মার্কেটে যেতে হয়েছিলো। তখনি এই ছবিতে তুলেছিলাম। আমি যখন মার্কেটের দিকে গিয়েছিলাম তখন বাজে রাত দশটারও বেশি। কিন্তু আমি সেখানে গিয়ে তখনো অনেক লোক দেখতে পেয়েছিলাম। সাধারণ সময়ে রাত দশটার দিকে নিউমার্কেট এলাকা একেবারে ফাঁকা হয়ে যায়। তবে ঈদের সময় হওয়ায় লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। তখনও দেখতে পেয়েছিলাম অনেক দোকানে বেচাকেনা চলছে। এত রাতে এত লোক সমাগম দেখে আমারও বেশ ভালো লেগেছিলো। তাই বেশ কিছুটা সময় মার্কেট এলাকা দিয়ে ঘোরাফেরা করেছিলাম।

IMG_20240403_114611.jpg

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন একটা খেলাধুলার সরঞ্জামের দোকান। ঈদের সময় যে শুধু কাপড় চোপড় বিক্রি হয় তা নয়। মার্কেটে ঘুরতে আসা বাচ্চারা অনেক সময় বিভিন্ন খেলাধুলার সামগ্রী কেনার জন্য বায়না ধরে। এই কারণে এই সমস্ত দোকানেও মোটামুটি বেচাকেনা হয়। যদিও খেলাধুলা সরঞ্জাম সারা বছরই টুকটাক করে বেচাকেনা হতে থাকে। তবে মূলত তাদের বেচাকেনা সবচাইতে বেশি হয় শীতকালে।

IMG_20240405_153540_1.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা একটা নিরিবিলি গ্রামীণ রাস্তা। গ্রামীণ রাস্তাগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে। কারণ এই রাস্তাগুলো সব সময় গাছের ছায়ায় ঢাকা থাকে। শহুরে রাস্তায় যেমন আপনি চলতে গেলে আপনার খুব কষ্ট হবে। অথচ গ্রামের রাস্তাগুলো হয় ঠিক এর উল্টো। সেখানে কোনো কাজ না থাকলেও আপনার হেটে বেড়াতে ভালো লাগবে। বাইরে প্রচন্ড রোদ থাকার পরেও এই রাস্তাটি দেখুন গাছের ছায়ায় ঢাকা পড়ে রয়েছে। এই ধরনের রাস্তা দিয়ে চলাফেরা করতে আমার কাছে সবসময়ই ভালো লাগে।

IMG_20240405_161855.jpg

এই প্রচন্ড গরমের ভেতরে চোখ জুড়িয়ে যাওয়া একটি দৃশ্য। দৃশ্যটা দেখেই মনে হচ্ছে ঝাঁপ দিয়ে নদীর স্বচ্ছ পানির ভেতরে পড়ি। গরম যখন অনেক বেড়ে যায় তখন আমি নদীতে গোসল করতে খুব পছন্দ করি। এমনিতেও নদী আমার খুবই প্রিয়। গতকাল ছিলো প্রচন্ড গরম। এই গরমের ভেতর এমন স্বচ্ছ সুন্দর পানি দেখে আর লোভ সামলাতে পারিনি। দুই বন্ধুকে সাথে নিয়ে নেমে গিয়েছিলাম নদীতে। বেশ কিছুক্ষণ নদীর শীতল জলে গা ভিজিয়ে তারপর উঠেছিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---


ধন্যবাদ

Sort:  
 17 days ago 

আপনি অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আরো বেশি ভালো লাগতেছে দেখতে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে নদীর দৃশ্য এবং গ্রামীণ রাস্তার দৃশ্য। বর্তমান সময়ে যে অবস্থা তাদের গ্রামীণ পরিবেশ সবথেকে বেটার বলে মনে করি আমি। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69032.73
ETH 3765.99
USDT 1.00
SBD 3.53