বিভিন্ন ফটোগ্রাফি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


IMG_20240316_161943.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



পেঁয়াজ গাছ আমরা সবাই দেখেছি। আসলে বাঙ্গালীদের জীবনে এই পেঁয়াজ ছাড়া খাবার একদম স্বাদে অসম্পূর্ণ থেকে যায়। আসলে আমরা বাঙালিরা প্রায় সকল ধরনের খাবারের পেঁয়াজ ব্যবহার করি। এছাড়াও প্রতিনিয়ত আমরা বাজারে দেখতে পাই যে এই পেঁয়াজের দাম দিন দিন ঊর্ধ্বগতির দিকে বেড়ে যাচ্ছে। আসলে ঘরের পেঁয়াজের শেষ অংশটুকু আমি যখন একটা ফুল গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম তখন দেখি যে কিছুদিন পর ওই পেঁয়াজের গাছ হয়েছে। এরপরে কিছুদিন পর ওই পেঁয়াজ গাছের একদম শীর্ষে পেঁয়াজ ফুল ফুটল। আসলে আমাদের ফেলে দেওয়ার জিনিস থেকে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তা আমাদের ধারণার বাইরে।


IMG_20240316_162001.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


এছাড়াও আমরা চন্দ্রমল্লিকা ফুলের সাথে সবাই পরিচিত। এই চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। আসলে এই চন্দ্রমল্লিকা ফুল গাছ যদি আমরা দীর্ঘদিন যত্ন করে রাখতে পারি তবে এই চন্দ্রমল্লিকা ফুল প্রায় প্রতিবছরই ওই গাছে ফুটে থাকে। এছাড়াও এই গাছের শাখা প্রশাখা অনেক বেশি হয় এজন্য যখন পুরো কাজ জুড়ে ফুল ফোটে সে দৃশ্য সত্যিই দেখার মত। আসলে এই অফ সিজন অর্থাৎ যে সময়ে চন্দ্রমল্লিকা ফুল কম ফোটে সেই সময়েও এই চন্দ্রমল্লিকা গাছে কয়েকটি ফুল ফুটেছিল।


IMG_20240316_161935.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


আসলে এই হাজারী গোলাপের কথা আমি অনেক আগে আপনাদের সাথে একটি পোস্টে শেয়ার করেছিলাম। আসলে এই গোলাপ ফুলের গাছের প্রায় সারা বছর গোলাপ হয়ে থাকে। বিশেষ করে আমার বড় গোলাপ ফুল অপেক্ষা এই ছোট ছোট গোলাপ ফুল অনেক বেশি পছন্দের। কারণ এই গোলাপ ফুল প্রায় সারা বছরের ফুটে থাকে এবং এই গোলাপ গাছ অনেক বেশি বড় হয়। আসলে গাছের একটি ডাল প্রায় মরেই গেছে সেই ডালে একটা নতুন গোলাপ ফুটেছে। আসলে সবকিছু বিধাতার এক সুন্দর সৃষ্টি।


IMG_20240317_141943.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



আসলে এটি একটি পাতাবাহারি গাছ। এই গাছে সাধারণত বেশি ফুল হয় না। আমি এই গাছটিকে একটু অন্যভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আকাশের নীল রংয়ের সাথে এই সবুজ পাতা যেন এক আলাদা রঙের সৃষ্টি করেছে। আসলে ছবিটি আমি এমনিতেই তুলেছিলাম। কিন্তু যখন আমি ছবিটি দেখতে পেলাম যে তখন ছবিটি অন্যরকম লাগছিল আমার কাছে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63122.79
ETH 3119.97
USDT 1.00
SBD 3.86