রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৮

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পোস্টে আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ছবি শেয়ার করবো। ছবিগুলো বিভিন্ন সময়ে তোলা হয়েছে। আসলে এখন আমি বাইরে গেলেই ছবি তুলতে থাকি। সেই তোলা ছবিগুলোর ভেতর থেকে কয়েকটি ছবি আপনাদের সাথে এখন শেয়ার করবো।

IMG_20240323_113509.jpg

এই ছবিটা আমাদের শহরের নিউ মার্কেট থেকে তোলা হয়েছে। ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড়। আসলে সামনে ঈদ। এই কারণে মার্কেটে লোকজনের আনাগোনা বেড়ে গিয়েছে অনেক বেশি। এই সময় সকলেই তাদের সাধ্যমত কেনাকাটা করার চেষ্টা করে থাকে।

IMG_20240324_112231.jpg

ছবিটাতে আপনারা একটি লেক দেখতে পাচ্ছেন। এটি আমাদের শহরের ভেতরের সবচাইতে বড় লেক। এই লেকে প্রচুর মাছ হয়। মাঝে মাঝে লেকের কর্তৃপক্ষ টিকেট বিক্রির মাধ্যমে মৎস্য শিকারিদের মাছ ধরার সুযোগ দেয়। তখন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এই লেককে ঘিরে।

IMG_20240324_112320.jpg

ছবিতে আপনারা সিএনজি চালিত একটি অটো রিক্সা দেখতে পাচ্ছেন। আসলে এটি দেখতে সিএনজি চালিত অটোর মত হলেও এটা চলে ডিজেলে। কারণ আমাদের শহরে এখন পর্যন্ত যানবাহনে রিফুয়েল করার গ্যাস এসে পৌছায়নি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 16 days ago 

ঈদকে সামনে রেখে সবাই একটু ব্যস্ত সময় পার করে আর সেই আঙ্গিকেই চমৎকার একটি ফটোগ্রাফি প্রথমেই শেয়ার করেছেন। স্বচ্ছ এবং পরিষ্কার ছবিগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66991.04
ETH 3101.80
USDT 1.00
SBD 3.74