রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৪

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। ছবি তুলতে আমি খুবই পছন্দ করি। এই পোস্টটিতে বিগত দিনে আমার তোলা ছবির ভিতর থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240314_201159.jpg

মূলত এই ছবিটি তুলেছিলাম আমার ফোনের ক্যামেরায় রাতের ছবি কেমন আছে সেটা দেখার জন্য। তবে ছবিটাতে আমি মোটামুটি সন্তুষ্ট। রাতে অল্প আলোতেও ছবি বেশ ভালোই এসেছে।

IMG_20240321_101708.jpg

এই ছবির দৃশ্যটি আমাদের সবারই কম বেশি পরিচিত। গরমের সময় এলেই এই ধরনের শরবত বিক্রেতা সারা বাংলাদেশে চোখে পড়ে। এই লেবুর শরবত খেতেও বেশ মজা লাগে। যদিও স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে আমি এদের কাছ থেকে শরবত খাই না। যদি কখনো শরবত খেতে ইচ্ছা করে তাহলে বোতলজাত পানি কিনে নিয়ে সেটা দিয়ে শরবত বানিয়ে দিতে বলি।

IMG_20240321_101859.jpg

এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একজন হকার শশা, লেবু, বাঙ্গি খেজুর এগুলো নিয়ে বিক্রির জন্য বসে রয়েছে। এ সমস্ত হকারের কাছ থেকে জিনিসপত্র কিনতে পারলে দামে কিছুটা কম পাওয়া যায়। এ কারণেই মানুষজন এই সমস্ত হকারের কাছ থেকে বেশি কেনাকাটা করে থাকে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ঢাকা,ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 14 days ago 

দারুন ছবি ক্যাপচার করেছেন বিশেষ করে অল্প আলোয় রাতের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 13 days ago 

আজকে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতেও ভালো লাগতেছে। রাত্রিকালীন এই ছবিটি অসাধারণ লাগতেছে। জায়গাটি চেনা চেনা লাগতেছে মনে হচ্ছে নরসিংদী।গরমের সময় তো শরবতের চাহিদা অনেক এবং লেবুর চাহিদা তো ব্যাপক।তাই এ লেবুর দামও বৃদ্ধি পাচ্ছে। রাস্তার পাশে হকার অনেকের জিনিসপত্র বেচতেছে তার মুহূর্ত তুলে ধরেছেন সব মিলিয়ে দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 65137.70
ETH 3198.14
USDT 1.00
SBD 3.87