||জেনারেল রাইটিং:-শীতের সকাল||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-শীতের সকাল সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার।আমার বাংলা ব্লগে নতুন কিছু পোস্ট শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।আমার জীবনের যত কষ্ট বা অনুভূতি যা রয়েছে সবগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি।আসলে আমার বাংলা ব্লগকে আমার পরিবারের মতো ভালোবাসি।যাইহোক আজকে যে বিষয় নিয়ে পোস্ট করবো আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।তাহলে দেরি না করে পোস্টটি শুরু করা যাক।
আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এতো কুয়াশা আর ঠান্ডা,এটা বলার বাইরে।তবে বেশ পাঁচ ছয় দিন ধরেই কিন্তু অনেক কুয়াশা আর ঠান্ডা যাচ্ছিল।আসলে এতদিন অফিসে থাকার কারণে এরকম শীত আমি অনুভব করতে পারিনি।আজকে যেহেতু শুক্রবার তাই সকাল সকাল উঠে আমি সকালের কুয়াশা আর ঠান্ডা দেখলাম।মনে হচ্ছিল, পৃথিবীটা কেউ সাদা ধোঁয়ার চাদরে মড়ে দিয়েছে। পরিচিত রাস্তা,চেনা গাছ পালা সবকিছুই কেমন অচেনা লাগছিল।এই কুয়াশার ভেতরেই শীতের নিঃশব্দ উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল।শীতের সকাল মানেই একধরনের নীরবতা।পাখির ডাক কম, মানুষের চলাচল কম। সবাই যেন একটু দেরিতে উঠে।
ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে গেলে হালকা কাঁপুনি ধরে,তবু সেই কাঁপুনির মধ্যেই আছে এক অদ্ভুত আরাম।এটাতেই বুঝা যায় যে শীত লাগছে শরীরে।তবে শীতের সকালে যদি একটু হালকা গরম চা আর গল্প করার মতো কেউ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর যদি এই প্রিয় মানুষটা থাকতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো।শীত মানুষকে একটু অলস করে দেয় ঠিকই, কিন্তু একই সাথে মনে করিয়ে দেয় ছোট ছোট আনন্দ গুলো কতটা মূল্যবান।
এই শীতের সকাল গুলো মনের মধ্যে অনেক স্মৃতি জাগিয়ে তোলে।ছোটবেলার কথা মনে পড়ে,ভোরে উঠে স্কুলে যাওয়ার সময় কুয়াশার ভেতর দিয়ে হাঁটা, হাত পকেটে ঢুকিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা,আর বন্ধুদের সাথে শীত নিয়ে হাসি-ঠাট্টা। তখন শীত মানেই ছিল বিরক্তি, এখন শীত মানেই যেন অনুভূতির উৎসব। বয়স বাড়ার সাথে সাথে শীতকে দেখার চোখটাও বদলে গেছে।তবে আমি ছোট বেলায় শীতের সকালে গ্রামের এক মাদ্রাসা ছিল সেখানে পড়তে যেতাম।সকাল সকাল উঠে গায়ে কাপড় দিয়ে এবং পকেটে কিছু খাবার নিয়ে খেতে খেতে যেতাম।আসলে সেই দিন গুলো অনেক মিস করি এবং সেগুলো অনেক স্মৃতি হয়ে আছে।
শীত শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটা মনের ভেতরেও একটা পরিবর্তন আনে। এই সময়ে মানুষ বেশি ভাবুক হয়ে যায়। কুয়াশার মতোই অনেক ভাবনা মনে জমে থাকে। অতীতের কিছু কথা, কিছু মানুষ, কিছু না বলা অনুভূতি,সবাই যেন শীতের সকালে একটু বেশি করে মনে পড়ে। হয়তো এজন্যই শীতের সকাল গুলো এত নীরব, এত গভীর।আজকের এই কুয়াশামাখা,শীতল সকাল আমাকে আবার মনে করিয়ে দিলো,জীবন শুধু দৌড়ানোর নাম নয়। কখনো কখনো থেমে গিয়ে, শীতের হালকা কামড়, কুয়াশার নীরবতা, আর এক কাপ গরম চায়ের উষ্ণতাও অনুভব করতে হয়। কারণ এই ছোট মুহূর্ত গুলোই একদিন বড় স্মৃতিতে পরিণত হয়। শীত আসে, শীত যায়, কিন্তু শীতের এই অনুভূতি গুলো মনে থেকে যায় অনেকদিন।তে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|










আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/i/status/2007442269700243475