দারুন একটি রেসিপি শেয়ার করলে না তো। ইফতারিতে অনেকেই বুন্দিয়া খেতে খুব পছন্দ করে।আমার কাছেও ইফতারিতে বিভিন্ন ভাজাপোড়ার সাথে বুন্দিয়া দিয়ে মুড়ি মাখা করে খেতে দারুন লাগে। তবে বাসায় কখনো বুন্দিয়া তৈরি করে খাওয়া হয়নি। কিনে খাওয়া হয়েছে সব সময়। আপনার বুন্দিয়া তৈরি করা রেসিপিটি দেখে আজ শিখে নিলাম। রেসিপিটি বেশ ভালো লাগলো। চমৎকার রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।