ও বন্ধু তুমি শুনতে কি পাও। গানটি কভার রাব্বি আর এস


আসসালামুয়ালাইকুম


সকলেই কেমন আছেন। আশা করি সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

IMG_20220620_140434.jpg


প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটি গান নিয়ে এসেছি। গানটি একসময় সবার মুখে মুখে শোনা যেত। গানটি প্রাই কমবেশি সবার টেলিভিশনে অথবা ফোনে শোনা যেত। গানটি আমারও অনেক পছন্দের একটি গান। এ গানটি আমার বাংলা ব্লগ এর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ হ্যাংআউটে বলেছিলাম। তো সেই গানটি আজ আমি আপনাদের মাঝে‌ নিয়ে এসেছি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

গানঃ ও বন্ধু তুমি শুনতে কি পাও

গায়কঃ মানো

কথাঃ গৌতম সুশমিত

সঙ্গীতঃ এস পি ভেঙ্কাতেশ

অভিনয়ঃ জিত এবং প্রিয়াংকা

ছায়াছবিঃ সাথী


গানটি কভার করেছি আমি "রাব্বি আর এস" সবাই মনোযোগ দিয়ে শুনবেন সেইসাথে মন্তব্য করতে ভুলবেন না।

ভিডিও লিংক:-



ও বন্ধু তুমি শুনতে কি পাও
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার

ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার
ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার

ও বন্ধু তুমি শুনতে কি পাও
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার...

জানিনা কোথায় আছো তুমি কতো দূরে
আমারি মনের কথা যায় ভেসে সুরে

ওও..জানিনা কোথায় আছো তুমি কতো দূরে
আমারি মনের কথা যায় ভেসে সুরে

যদি পারো সামনে আসো
কাছে এসে ভালোবাসো

যদি পারো সামনে আসো
কাছে এসে ভালোবাসো

বোঝনা কি ভালোবাসা করে হাহা'কার
ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার

ও বন্ধু তুমি শুনতে কি পাও
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার

কেনো এই লুকো চুরি কি কারনে জানিনা
কাছে যেতে চাই তবু কেনো যেতে পারিনা

আ আ..কেনো এই লুকো চুরি কি কারনে জানিনা
কাছে যেতে চাই তবু কেনো যেতে পারিনা

বলোনা গো কার ভুলিতে..
দেখা তুমি চাওনা দিতে..

বলোনা গো কার ভুলিতে..
দেখা তুমি চাওনা দিতে..

বলো কবে দুটি মন হবে একাকার
ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার

ও বন্ধু তুমি শুনতে কি পাও
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার

ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার
ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার
এ গান আমার ও এ গান আমার


🌼সবাইকে অসংখ্য ধন্যবাদ 🌼


Sort:  
 4 years ago 

বাহ!! অনেক সুন্দর একটি গান কভার করে মনটা জুড়িয়ে দিলেন।সত্যিই আপনার গানের গলা অসাধারন। এভাবেই আমাদেরকে বিনোদনে মুখরিত করবেন এটাই প্রত্যাশা♥♥

আমার গান শুনে আপনার মন জুরিয়ে গেছে শুনে আমি অনেক খুশি হলাম। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন। ❤️❤️❤️

 4 years ago 

খুবই সুন্দর একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কন্ঠে গান অনেকবার শুনেছি। আজকের এই গান শুনে খুবই ভালো লাগলো ।পরবর্তীতেও সুন্দর সুন্দর গান আপনার থেকে আশা করব।

এতো সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

বাহ্ , সুন্দর হয়েছে ভাইয়া। আপনার গলা আসলেই অনেক সুন্দর। এগিয়ে যান , শুভ কামনা রইলো।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

সাথী ছবির এই গানটি আমার ভীষণ পছন্দের। এমনকি আমি মাঝেমাঝে এখনো গানটি শুনে। তাছাড়া মুভিটি তো আমার কাছে ভীষণ ভালো লাগে। কখনো যদি চোখের সামনে পড়ে আমি এখনো এই মুভিটি দেখতে ভীষণ পছন্দ করি। আপনি আজকের এই গানটি অনেক সুন্দর গেয়েছেন। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালো লেগেছে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর গান উপহার পাবো।

বাহ্ এতো সুন্দর একটি মন্তব্য দেখে আমি অনেক খুশি হলাম আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

বাহ ভাইয়া আপনি তো দেখছি অনেক সুন্দর গান গাইতে পারেন। এর আগেও আমি আপনার একটি গান শুনেছিলাম। অনেক ভালো লেগেছিল। আজকের সুন্দরভাবে আপনি গান গেয়েছেন। এভাবে আরো সুন্দর সুন্দর গান আমাদের মাঝে উপস্থাপন করুন ভাইয়া।

চমৎকার একটি মন্তব্য করেছেন ‌। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 

একদিকে প্রচুর বৃষ্টি আর বসে বসে আপনার গাওয়া গানটি শুনলাম । বেশ ভাল লাগলো । ধন্যবাদ ভাইয়া গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

বাহ্ দারুন তো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া অসাধারন ছিল আপনার কন্ঠে ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি। আপনি এতো সুন্দর করে কাবার করেছেন সেটা বলে বোঝাতে পারবো না। একেবারেই মনে হয় যেন হারিয়ে গিয়েছিলাম। তবে মাঝে মাঝে বাহিরের গাড়ির শব্দগুলো একটু মিউজিক দেখছিল সেটা একটু বিরতি করছিল। কিন্তু এত সুন্দর একটি গান আমাদের সাথে কবার করে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

চমৎকার একটি মন্তব্য করেছেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago (edited)

খুবই জনপ্রিয় একটি গান এটা। অনেকদিন পর গানটা আপনার কন্ঠ শুনতে পেয়ে খুবই ভালো লাগলো আমার কাছে। আশা করি এভাবেই আরো অনেক গান আমাদের মাঝে শেয়ার করবেন।

হ্যাঁ ভাই গানটি আমারও অনেক পছন্দের একটি গান। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

খুব সুন্দর গান গেয়েছেন ভাই। আসলে আপনার গানের ভয়েস অনেক সুন্দর। নিয়মিত আপনার গান শুনতে চাই।

বাহ্ এতো সুন্দর করে আমার মনকে উৎসাহিত করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই।

ওয়াও আপনার গানের গলা অনেক দারুন ।আপনি অনেক সুন্দর করে গান গেয়েছেন আমারও অনেক প্রিয় গানটি।অনেখ শুভ কামনা রইল।পরিবর্তিত আরও ভালো ভালো গান শুনতে পারবো।

হ্যাঁ ভাই অবশ্যই চেষ্টা করবো পরবর্তী আরও কোনো ভালো ভালো গান শুনতে পারবেন। খুবই দারুন একটি মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এভাবেই পাশে থাকবেন।