You are viewing a single comment's thread from:

RE: ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ

ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। কোনটা রেখে কোনটার গুনগান করবো বুঝতেই পারছি নাহ। যতো ফটোই দেখছি মনে হচ্ছে এই টা সুন্দর আবার পরেরটা দেখলে মনে হচ্ছে আগেরটাই বেশি সুন্দর।

স্রেফ লোহার রড আর শিক দিয়ে তৈরী অনিন্দ্যসুন্দর ময়ূরের মূর্তি

এই চিত্র টা আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে। আসলে হাতের সাহায্যে স্রেফ লোহার রড আর শিক দিয়ে এতো সুন্দর ময়ূর পাখি তৈরি করা যায় এটা না দেখলে বুঝতেই পারতাম নাহ। ধন্যবাদ দাদা আপনাকে প্রতিটি ফটোগ্রাফির নিচে আপনি সুন্দর বর্নণা দেওয়ার কারনে বুঝতে সুবিধা হয়েছে কোনটা কিভাবে তৈরি করেছে। শুভকামনা ও ভালোবাসা অবিরাম দাদা।