দৃষ্টি কবিতা খুব সুন্দর লেগেছে আমার কাছে। আপনার কবিতা বরাবরই খুব ভালো লাগে আমার কাছে দাদা।
একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।
এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রতিটি লাইন সাবলীল ভাষাভাষীর হলেও এর গভীতা অনেক বেশি। সত্যি বলেছেন ঢেউ যখন জন্ম নেয়
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি থাকে যখন গন্তব্যস্থল এসে পৌছায় কোথায় যেন হারিয়ে যায়। ঠিক তেমনি একটি মানুষ প্রথম পরিচয়ে খুব গুরুত্বপূর্ণ থাকে পরে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে নিঃশেষ হয়ে যায়।