রাজহাঁস ম্যানেজ করার গল্প পড়েছিলাম।লোকেশন টা তো খুব ভালো হয়েছিল,যেহেতু একটা হোটেল ছিল।তাই সবকিছুর ব্যবস্থা ছিল।আলাদা করে ঝামেলা হয়নি।রতন কাকা আপনাদের বেশ উপকার করেছেন তাহলে।যাক আম খাওয়া শেষে আধা ঘণ্টা অপেক্ষা করতে হলেও রান্না ভালো হয়েছিল।আর সবাই অনেক মজা করেই খেয়েছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।