এই হ্যাজাক লাইটগুলো আগে বেশ দেখা যেত গ্রামে।আগে যখন বাজার পাহারা দিত তখন এই লাইট ইউজ করতো পাহারাদার।কারণ আলোর তীব্রতা বেশি হওয়ায় অনেকদূর থেকে দেখা যেত যেকোনো জিনিস।এখন আর সেইভাবে দেখা যায় না এই লাইট।বিদ্যুৎ গ্রাম এলাকা থেকে শুরু করে সবজায়গায় সহজ লভ্য এজন্য।অনেক পুরোনো একটি ঐতিহ্য তুলে ধরেছেন দাদা,ধন্যবাদ ভালো লাগলো পোস্টটি।