প্রিয় বন্ধুর সাথে আড্ডা,,১৪.১০.২০২১///10% binefit shy- fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ বৃহস্পতিবার, অক্টোবর১৪/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে প্রিয় বন্ধু মহলের কিছু আড্ডা আলোচনা করবো। আশা করি আপনাদের পছন্দ হবে ।

IMG_20211006_172631_1.jpg
https://w3w.co/panning.bumbled.cherishing

প্রত্যেক মানুষের জীবনে চলার পথে অনেক সহপাঠী থাকে। সহপাঠীদের মধ্যে কারো কারো সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তার মধ্যে একজন হয় খুব
প্রিয়জন। যে বিপদ আপদ থেকে শুরু করে ভালো এবং মন্দ উভয় সময়ে পাশে থাকে। এছাড়াও সব সহপাঠীরা আমাদের বন্ধু। আর সব বন্ধুদের সঙ্গে আড্ডা গুলো খুব জমে উঠে। এদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় গুলো কিভাবে চলে যায় তা বোঝা যায় না।
IMG_20211006_172629_1.jpg
https://w3w.co/photographers.diehard.overstating

আমি একজন ঘরে থাকা ছেলে। সারাদিন ঘরের মধ্যে সময় কাটায়।সারাদিন ঘরে শুয়ে বসে ফোন চালায় এবং বাবা মা আর ছোট ভাইয়ের সঙ্গে সময় কাটায়। বন্ধুদের সঙ্গে খুব একটা সময় দেয়া হয়না। তবে মাঝে মাঝে আড্ডা দেওয়ার সুযোগ পেলেও সুযোগগুলো হাতছাড়া করি না। আমার বন্ধুরা সবাই অনেক আন্তরিক। তার মধ্যে একজন প্রিয় বন্ধু আমার কাছে খুব আন্তরিক।

IMG_20211006_172719_1.jpg
https://w3w.co/hitchhiked.defenders.groundwork

আজ আমি এক বন্ধুর সাথে এক খেলার মাঠে বসে আড্ডা দিছিলাম। আমার প্রিয় বন্ধুটি আমাকে ফোন দিয়েছিলো।একটি বাজারে আসতে।আমি সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের দুই বন্ধুর দেখা হলো।এছাড়া বিভিন্ন লোককে আমরা বিভিন্ন দিক যেতে দেখলাম।একজনকে জিজ্ঞেস করলাম আপনারা সব কই যাচ্ছেন। তিনি বললো খেলার মাঠে। তাই আমরা দুই বন্ধু সেই খেলার মাঠে গেলাম।এবং বিশেষ বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। খুব ভালো একটা সময় আজ পার করলাম।

IMG_20211009_165612_1.jpg
https://w3w.co/assertive.squids.pavements
আমার বন্ধুটি অনেক ভালো সে আমার সাথে সব কিছু শেয়ার করে। আমি ও তাকে আমার সব বিষয় শেয়ার করি।এটি হলো আমার নিজের ছবি। যখন দুই বন্ধু মিলে আড্ডা দিছিলাম। তার মাঝে আমি আমার নিজের একটা সেলফি তুলি।আর সেই সেলফিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।

Sort:  
 3 years ago 

প্রত্যেক মানুষের জীবনে চলার পথে অনেক সহপাঠী থাকে। সহপাঠীদের মধ্যে কারো কারো সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তার মধ্যে একজন হয় খুব

হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে বন্ধু প্রয়োজন আছে। বন্ধু আসলে বিপদে আপদে কাজে লাগে ।আপনাকে সবকিছু শেয়ার করে যেন অনেক ভাল লাগলো। আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকুক দোয়া ও শুভকামনা রইল। আপনারা এক থাকতে পারেন দোয়া করি। অনেক ভাল ছিল

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70958.91
ETH 3798.27
USDT 1.00
SBD 3.46