বিল্ডিং তৈরি ২৭.০৯.২০২১/// 10% benifit shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ সোমবার, সেপ্টেম্বর ২৭/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের সাথে বিল্ডিং তৈরি সম্পর্কে লিখব।

IMG_20210927_090525_1-01.jpeg

https://w3w.co/reimposed.puppets.giggle

আজ আমি আপনাদের সাথে বিল্ডিং তৈরির বিষয় নিয়ে আলোচনা করবো। মুলত আজকে আমাদের পাশের বাড়ির একটি ঘরের ছাদ ঢালায় হলো।

IMG_20210927_091219_1-01.jpeg
https://w3w.co/wordplay.populating.reworks

আজকে সারাদিন আমি সেই খানে উপস্থিত ছিলাম।আমি সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পেলাম শ্রমিকদের ভিতরে। মুলত আজকে সেখানে দুই ধরনের শ্রমিক ছিলো। মিস্তি ছিলো এক দল শ্রমিক,আবার যাহারা ঘর ঢালাইয়ের কাজে আসছিলো তারা এক দল শ্রমিক।ঢালায়ের শ্রমিকরা তাদের যন্রপাতি অর্থাত ঢালায় মেশিন সেট করে নিলো।প্রথমে বালি সিমেন্ট ঘুয়া দিয়ে মিশিয়ে নিলো।এটা দেখার জন্য পাড়ার ছোটো ছোটো বচ্চারা আসলো।তারা খুব আনন্দিত হলো।
IMG_20210927_091547_1-01.jpeg

https://w3w.co/reimposed.puppets.giggle

মুলত যারা ঢালায়ের কাজে আসছিলো তারা মুলত আজকের দিনের জন্যই এসেছিলো।তাদের অভিযোগ ছিল রাজমিস্ত্রীর উপর।কেননা ছাদে যখন ঢালাই দিতে হয় তখন সিড়ি দিয়ে ওঠতে হয়।মুলত সেই সিড়িটি ছিলো নাকি উচু এমন অভিযোগ করছিলো ঢালায় দিতে আসা শ্রমিকরা। তখনই দুই দল শ্রমিকরা বিভিন্ন ঝামেলা করছিলো।

IMG_20210927_090525_1.jpg
https://w3w.co/engaging.windbreaks.homily

যায় হোক দিনটা একটু ব্যস্ততায় কেটেছিলো আজ।আমি মুলত রান্নার কাজে দায়িত্ব ছিলাম কেননা শ্রমিকদের খাওয়াতে হবে। সে তো আরেক ব্যপার অনেক ঝামেলা।যাই হোক সুস্ট ভাবে রন্না শেষ হয়েছে। শ্রমিকদের কাজ শেষ হলো তারা হাত মুখ ধুয়ে খেতে বসলো। সব মিলে পুরো দিনটায় ব্যস্তাতায় কাটলো।

এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Cc:- @blacks @hafizullah @shuvo35 @moh.arif @rex-sumon @rme

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70958.91
ETH 3798.27
USDT 1.00
SBD 3.46