অপ্রিয় সত্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আপনাদের সামনে যে লেখাটি উপস্থাপনা করতে যাচ্ছি। যে লেখাটি আমাদের সকলের মন থেকেই আমরা হয়তো মানি কিংবা খুব ভালো জানিও। কিন্তু এতো কিছু জানা সত্ত্বেও আমরা সব সময় এই ব্যাপারগুলোকে ইগনোর করে যাই, অস্বীকৃতি জানাই।কিন্তু আমরা শিকার না করলেই যে এই ব্যাপার গুলো বদলে যাবে, তা কিন্তু নয়। অর্থাৎ আমরা স্বীকার করি কিংবা না করি, সত্য সবসময় সত্যই থাকবে।

একটা কথা আপনার মনে পরছে কিনা জানিনা। অর্থাৎ আমাদের সকলের জীবনের ঘটনা, আমরা যখনই কোনো বড় বড় ভুল করেছি কিংবা কোনো দোষ করেছি। তখন তার পর মুহূর্তেই আমরা সব সময় চেষ্টা করেছি যে, সেই দোষটা কিভাবে অন্যের ঘরে চাপানো যায়। কিংবা আমরা যদি কোনো ভুল করে ফেলে থাকিএবং আমাদের নিজেদের ভুলের জন্য যদি আমাদের কোনো শাস্তি হয় কিংবা ক্ষতি হয়। তাহলে আমরা সব সময় অন্যের দোষ দিয়েছি, এটা আসলে একটা অপ্রিয় সত্য কথা। তাই আমার আজকের পোষ্টের টাইটেলটি ও অপ্রিয় সত্য কথা লিখেই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে।

অপ্রিয় সত্য কথা এই কারণেই যে, আমরা যে নিজেদের দোষে অনেক সময় নিজেরা শাস্তি পাই। এটা খুব একটা শেয়ার আমরা করতে চাই না। কিংবা খুব একটা স্বীকারও আমরা করতে চাই না। আমরা এই সত্যটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না যে, আমরা যদি সাবধান থাকতাম। আমরা যদি কোনো অন্যায় কাজ না করতাম। তাহলে হয়তো আমাদের সাথে ওই অন্যায়টা না হলেও পারতো। কিংবা আমাদের ওই শাস্তিটা আমাদের না ও পেতে হতো।

এটা আসলে আমাদের মানুষদের একটা স্বাভাবিক ন্যাচার। অর্থাৎ আমরা কখনোই আমাদের দোষ স্বীকার করতে চাই না এবং সব সময় অন্যের ঘরের দোষ চাপাতে খুব বেশি পছন্দ করি এবং এটাই হলো অপ্রিয় সত্য। অর্থাৎ অপ্রিয় সত্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে, আমরা এই অন্যায় কাজগুলো করি। কিন্তু কখনোই স্বীকার করতে চাই না। এটা যে একটা সত্যি কথা, এটা আমাদের সকলের কাছেই অনেক অপ্রিয়। আর অপ্রিয় হওয়ার কারণ হলো, আমরা আসলে নিজেদের দোষ কখনোই স্বীকার করতে চাই না এবং সে সাথে অন্যের দোষ দিতে আমরা অনেক বেশি পছন্দ করি।
Sort:  

সুন্দর একটি লেখা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে আমরা মানুষ মাত্রই এমনই, নিজের ভুলগুলো কখনো নিজের ওপর না রেখে সব সময় অন্যের উপরে চাপাতে ব্যস্ত থাকি। আমরা মানুষ আমরা কখনোই দোষ ঘাড়ে নিতে রাজি না। সব সময় চিন্তা করে নিজের দোষ গুলো কিভাবে অন্যের ওপরে দেয়া যায়।

তবে আপনি একদম সত্যি কথা বলেছেন যে আমাদের দোষ গুলো আমরা গোপন রেখে সবসময় অন্যকে দোষারোপ করি। এটা আসলেই সত্যি যে এটা মানুষের স্বভাবগত আচরণ।