বুঝে শুনে কথা বলা উচিত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বুঝে শুনে কথা বলা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


motivational-quotes-3248657_1280.jpg



লিংক


এই পৃথিবীটা হলো জ্ঞানীদের পৃথিবী। আর যারা জ্ঞানী নয় তাদের জন্য এই পৃথিবীটা তেমন একটা সুবিধাজনক নাও হতে পারে। কেননা আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। আসলে আমরা যেমন লোকজনের সাথে সবসময় বুঝেশুনে কথা বলা উচিত ঠিক অন্য দিক থেকে সব কথা কিন্তু লজিক দিয়ে বলা উচিত। কেননা লোকে আপনার কথা তখনই বিশ্বাস করবে যখন আপনার কথার উপরে তারা লজিক খুজে পাবে। আসলে মানুষ কিন্তু এখন বাচাল লোকদের তেমন একটা বেশি পছন্দ করে না। কেননা এই বাচাল শ্রেণীর লোকেরা শুধুমাত্র না বুঝে সব সময় কথা বলতে থাকে এবং মানুষজন এসব লোককে অনেকটা মূল্যহীন লোক বলে মনে করে। কেননা এই পৃথিবীতে যাদের কথার কোন মূল্য নেই তাদেরকে মানুষ কখনোই পছন্দ করেনা।


আসলে আপনি একজন মানুষকে যদি কথা দিয়ে সেই কথা না রাখেন তাহলে সেই লোকটি পরবর্তীতে আপনার উপর কখনোই ভরসা করতে পারবে না। আর আপনি যদি লোককে যে কথা দেবেন সেই কথা মত যদি ঠিকঠাক সময়ে চলতে পারেন তাহলে কিন্তু সেই লোকের কাছে আপনি একজন ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন। তাইতো এই পৃথিবীতে কথার মূল্য অনেক বেশি। তাই আমরা যখন কোন কথা বলবো তখন সে সব কথা কিন্তু বুঝে শুনে বলা উচিত।
কেননা আমরা যদি মানুষকে এমন একটা কথা বলে বসি যে সেই জিনিসটা আমরা কখনোই জীবনে পালন করতে পারব না তাহলে কিন্তু আমরা ওই ব্যক্তির কাছে অনেকটা ছোট হয়ে যাব। এছাড়াও আমাদের জীবনে আমরা যে সব কথাবার্তা বলি সেসব কথাবার্তার সাথে আমাদের যদি বাস্তব জীবনের কোন মিল না থাকে তখন সবাই আমাদেরকে তুচ্ছ বলে মনে করবে না।


আসলে এই পৃথিবীতে যারা জ্ঞানী লোক তারা কিন্তু খুব কম কথা বলে এবং কথা বলার আগে তারা অনেক বেশি ভাবনাচিন্তা করে। আসলে তারা আগে সমস্ত বিষয়গুলো বুঝেশুনে তারপরে একটা ডিসিশনে আসে। আর এই জন্য তারা যদি সমাজে অথবা দেশের জন্য কোন একটা কথা বললে তাহলে বুঝে নেবেন যে সেই কথার পেছনে অনেক চিন্তা ভাবনা লুকিয়ে রয়েছে। আসলে সেই কথাটি ভুল কি ঠিক তার যাচাই করার জন্য আপনাকে কিন্তু অনেক সময় ভাবনা চিন্তা করতে হবে। কারণ ওই জ্ঞানী লোকটি এই কথাটি বলেছিল অনেক ভাবনা চিন্তা করার পর। আর আপনারা যদি ভাবনা চিন্তা না করে হঠাৎ করে একটা কথা বলে ফেলেন এবং সেই কথাটির ভুল অর্থ সবাই খুব দ্রুত বুঝে উঠতে পারে তাহলে কিন্তু আপনার কথার মূল্য অনেকটা কমে যাবে।


আর এজন্য আমরা সব সময় কোন কথা বলার আগে ১০০ বার ভাবনাচিন্তা করতে চেষ্টা করব। আর লোকের কাছে কোন কথা বলার আগে আগে সেই বিষয়টি আমরা আমাদের জীবনে করতে পারব কিনা সেটি প্রথমে চিন্তা ভাবনা করা দরকার। আর এভাবে যদি আমরা সকলের কাছে আমাদের দেওয়া কথা অনুযায়ী কাজ করতে পারি তাহলে সবাই আমাদের যেমন ভালোবাসবে তেমনি সবার চোখে আমরা হব একটা সম্মানের পাত্র। আর এই পৃথিবীতে এই জন্য জ্ঞানী ব্যক্তিদেরকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে। কেননা তাদের প্রতিটা কথার মূল্য অনেক বেশি এবং তারা যেসব কথা বলে সে সব কথার সাথে বাস্তব জীবনের অনেক মিল আমরা সব সময় খুঁজে পাই। তাইতো কোন কথা বলার আগে আমাদের অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে বুঝে শুনে কথা দেওয়া উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।