গ্রামে আমার বাগানের দৃশ্য || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

প্রিয় বন্ধুরা,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান রাব্বুল আলা-আমীন এর অশেষ রহমতে ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার দ্বিতীয় বারের মতো করে গ্রাম বাংলার সবুজ প্রকৃতির রুপ কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই শীতের মৌসুমে অনেক শাক-সবজির আগমন ঘটে থাকে,দেখা যায় নানান গাছে নতুন কুড়ি। আর সব মিলিয়েই আমি ফটোগ্রাফি এবং ভিডিও শেয়ার এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে,আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক.........

গ্রামে আমার বাগানের দৃশ্য

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

এখানে এই এক ভিডিওতেই আমি মোটামুটি সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। সত্যি কথা বলতে আমি ভিডিও করতে অনেক ভালোবাসি। পরবর্তীতে ইনশাল্লাহ আরও অনেক দৃশ্য মিলিয়ে বৃহৎ আঁকারে নিয়ে আপনাদের আপনাদের সামনে হাজির হবো।

গ্রামের বাড়ির খুলির ৯০ ডিগ্রি ফটোগ্রাফি

PANO_20210313_142438~2.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

আমাদের গ্রামের এই ধুলোবালি মাটিই আমাদের খাঁটি করে গ্রামের মানুষদের। গ্রামের মানুষদের মনে মারপ্যাচ অনেক কম হয়তো বা অনেকেই জানেন। অনেক সহজ সরল জীবন যাপন তারা পছন্দ করে আবার সহজ সরল দুনিয়ার সকল কিছুই তাহারা বোঝেন। গ্রামের এমন অপরুপ দৃশ্য আসলেই মন জুড়ানো হয়ে থাকে।

অনেকদিন আগের সেই শীতের সবজি ক্ষেত

IMG_20180130_103628.jpg

সময়ঃ‎Sunday, ‎May ‎10, ‎2020, ‏‎2:31:52 PM

মোবাইল ডিভাইসঃLava42

এই ছবি টা আমি আমার গুগল ড্রাইভ থেকে পেয়েছি, অনেকদিন আগের উঠানো এই ছবি। অনেকদিন পর দেখে বেশ ভালোই লাগছে।এটি ছিলো আলুর জমি।

পুরোনো গ্যালারী থেকে সরিষা ক্ষেত

IMG_20180130_104608.jpg

সময়ঃ‎Sunday, ‎May ‎10, ‎2020, ‏‎2:35:52 PM

মোবাইল ডিভাইসঃLava42

অনেকদিন বাদে পুরোনো ছবিগুলো দেখে বেশ ভালোই লাগছে আমার। আর প্রকৃতির এমন সৌন্দর্য বরাবরই আমার ভালো লাগে। বারী সিদ্দিকি স্যার একটা গানের লাইনে বলেছিলেনঃআমি যার তার প্রেমে পড়ি বলে চরিত্রহীন নাম দিয়েছে লোকে,প্রেমে পড়াই প্রেমের ধর্ম যাক জীবন কলঙ্কে। ঠিক তেমনি আমি পৃথিবীর সকল সুন্দরের প্রেমে পরতে চাই বার বার,প্রেমে পড়তে চাই গ্রামের সবুজ প্রকৃতির ,প্রেমে পড়তে চাই বাংলার অপরুপ সৌন্দর্যের।

আমাদের এলাকার ঐতিহাসিক পুকুর পাড়

20210514_163013.jpg

এটা আমাদের এলাকার একটি ঐতিহাসিক পুকুর,শত বছরের পুরোনো এই পুকুর। আমি ছবিটি সংগ্রহ করেছিলাম গত বছরের ঈদের আগে প্রায়। আজকে আমি সব মিলিয়ে আমার পুরোনো গ্যালারি থেকেই ছবি প্রদর্শন করার চেষ্টা করেছি।

আশা করি আমার আজকের গ্রামের সকল দৃশ্য আপনাদের ভালো লাগবে। আমি ভিডিওতে সব তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি আমি আজ সকালেই করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্য করে জানিয়ে দিবেন। আর যদি আরও কিছু প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো পরবর্তীতে আমার পোস্ট উন্নতি করার।
ভালো থাকবেন,নিজের খেয়াল রাখবেন।

ধন্যবাদ সবাইকে

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Follow @amarbanglablog for last updates

Support @heroism Initiative by Delegating your Steem Power

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Join the Discord Server for more Details

IMG-20211109-WA0002.jpg

আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........

Sort:  
 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার ধারণ করা গ্রামীণ পরিবেশ। আর খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। আপনার ৯০° ফটোগ্রাফি টাও অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।

❤️❤️❤️❤️❤️

অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার তৈরি বাগানটি দেখে।সাথে আবার গ্রামীণ পরিবেশ। এক কথায় অসাধারণ। আর বাগানের ভিডিওটি দেখলাম ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71152.89
ETH 3805.51
USDT 1.00
SBD 3.49