RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৮ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -8 Report & Prize)
গত কালকের হ্যাংআউটে আমাদের সকল মোডারেটররা তাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন।এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমরা সবাই তাদের কথাগুলো শুনতে পেলাম, তাদের দেওয়া উপদেশগুলো জানতে পারলাম। যার ফলে আমাদের কাজগুলো সহজ হবে আরও। আমাদেরকে কিভাবে নিজেদেরকে দক্ষ হিসেবে প্রমাণ করতে হবে সেটা তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।শুধু আমরা ডিসকোডে অ্যাকটিভ না থেকে কমিউনিতে অ্যাকটিভ থাকতে হবে। যাতে আমরা আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সকলের সাথে মতবিনিময় করতে পারব।
গত কালকের হ্যাংআউটে কাউকে সরাসরি ডিএম না করার বিষয়ে বেশ সুন্দর করে বুঝিয়েছেন আমাদের মোডারেটর বিন্দুরা।যেটা আমাদের সবারই জানা উচিত। তবপ হ্যাংআউটের শেষ অংশটা ছিল আমার কাছে বেশ দূদান্ত। কেননা সেই সময়ে @rme দাদা আমাদেরকে প্রশ্ন করার জন্য অতিরিক্ত সময় দিয়েছিলেন। যেটা আমাদের সবার কাছে একটা বড় সুযোগ ছিল। অনেকে খুব ভালো ভালো প্রশ্ন করলেন দাদার কাছে দাদাও খুব সুন্দর ভাবে প্রশ্নগুলো উত্তর বুঝিয়ে দিলেন। যেটা আমাদের স্টিমাইট যাত্রাটাকে এগিয়ে নিতে সাহায্য করবে।
সর্বোপরি একটা কথায় বলার, @hafizullah ভাইয়া, প্রতি বারের মতো এইবারও হ্যাংআউট রিপোর্টটা খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এজন্য আমি তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাই, আপনাদের সুন্দর এবং কাংখিত মন্তব্য আমাকে আরো বেশী উৎসাহিত করে।
শুভ কামনা ভাইয়া।